রবিবার রাতে একটি কবিতা ফেসবুকে পোস্ট করেন শ্রীজাত, সেই কবিতার প্রথম চারটি লাইন এরকম...
‘চলে গেলে কেন?’-- এ-প্রশ্ন করা সোজা।
‘থাকলেই হতো’-- এ-কথা বলাও সহজ।
দূর থেকে তবু কিছুতে যায় না বোঝা,
কার বেঁচে থাকা কতখানি ভারবহ।
মৃত্যুশোকে যখন দেশ প্রতিদিন একটু একটু করে আচ্ছন্ন হচ্ছে, তখনই কেউ কেউ চলে যাচ্ছেন যাঁদের ভালবাসতো গোটা দেশ। রবিবার অকালে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রেও একই কথা খাটে। কবিতার কোথাও সেই মৃত্যুর অনুসঙ্গ না থাকলে সেই শোকের ছবি যেন ধরা পড়ে ভীষণ বড় করে।
advertisement
একঘণ্টার মধ্যে কবিতাটি পড়েছেন অসংখ্য মানুষ। পাঁচ হাজারের বেশি মানুষ লাইক করেছেন এই কবিতা। সরাসরি সুশান্তের নামে এই কবিতার কোনও লাইন না থাকলেও, শ্রীজাতর পোস্ট করা ‘সাঁকো’ অবসাদ ও মৃত্যুর এক গাথা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 15, 2020 12:01 AM IST
