TRENDING:

প্রকাশ্যে এল ক্যান্সারে আক্রান্ত সোনালির 'নিউ লুক'

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তিনি সত্যিই 'ডিভা'! ক্যান্সারে আক্রান্ত! শরীর দুর্বল! কেমোথেরাপির জন্য মাথার চুল কেটে ফেলতে হয়েছে! তাও তাঁর মনোবল অটুট! নায়িকা সুলভ 'কমপ্লেক্স' থেকে নিজেকে গুটিয়ে ফেলেননি! বরং সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত নিজের আপডেট দিয়েছেন! কেমোথেরাপির পর চুল বিহীন মাথাতেও ছবি পোস্ট করেছেন! তিনি সোনালি বেন্দ্রে!
advertisement

ফের প্রকাশ্যে এল তাঁর নয়া লুক। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন সোনালি নিজেই! উইগ পরে রয়েছেন ! ছবির ক্যাপশনে লিখেছেন-- '' কখনও কখনও খুব খারাপ পরিস্থিতিতে অনবদ্য মানুষদের সঙ্গে দেখা হয়ে যায়। এমন কোনও আগন্তুক যে হঠাৎই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, ভীষণ কাছের মানুষ হয়ে ওঠে...''

Source: Instagram

advertisement

নিউ ইয়র্কের এক হেয়ার স্টাইলিস্ট সোনালির জন্য বিভিন্ন স্টাইলের উইগ ডিজাইন করেছেন। কোনওটা ছোট চুলের, কোনওটা বা বড়, কোনওটা স্টেইট হেয়ার, কোনওটা বা ওয়েভি। সব ক’টি লুকই দারুণ পছন্দ হয়েছে নায়িকার। সোনালির ভাষায় ওই হেয়ারস্টাইলিস্ট ' দেবদূত'!

মারণ রোগের সঙ্গে লড়াইয়ে হার মানতে নারাজ সোনালি। সাহসই তাঁর একমাত্র সম্বল। সোশ্যাল মিডিয়ায় সোনালি লিখেছিলেন, ‘গত কয়েক মাস ধরে আমি কিছু ভাল দিন কাটিয়েছি, কিছু খারাপ। কোনও কোনও দিন এত যন্ত্রণা হত...। আমার মনে হত, শারীরিক ব্যথা মানসিক ভাবেও দুর্বল করে ফেলত আমায়। কিন্তু কেমোথেরাপির পর, অপারেশনের পর, ভাল দিন এসেছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

আরও পড়ুন-‘‘কাজের জায়গায় দিনের পর দিন আমার সামনেই চলত হস্তমৈথুন’’, বিস্ফোরক মন্তব্য তারকার

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রকাশ্যে এল ক্যান্সারে আক্রান্ত সোনালির 'নিউ লুক'