কেকে সমসাময়িক শান, মোহিত চৌহান৷ এদের মধ্যে বন্ধুত্ব ছিল অটুট৷ একই পেশায় তাঁরা, তবে কোন পেশাগত প্রতিযোগীতাকে দূরে সরিয়ে এঁরা সকলে ছিলেন বন্ধু৷ একসঙ্গে বহু মঞ্চে শো করেছেন৷ বিদেশে ট্যুরও করেছে একসঙ্গে৷ তেমনই একটি শোয়ের আগের ছবি পোস্ট করেছেন মোহিত৷ লিখেছেন যে গতবার আমাদের শোয়ের ঘোষণার আগে একসঙ্গে ছিলাম আমরা৷ কীভাবে তুমি ছেড়ে চলে গেলে? খুবই আহত৷ আমার খুব বন্ধু, ভাই চলে গেল৷ তোমার আত্মার শান্তি কামনা করি৷ লাভ ইউ৷
advertisement
প্রয়াত গায়কের মৃত্যুতে ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কলকাতা পুলিশ৷ ময়নাতদন্তের পরই কেকে-র মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে৷ ময়নাতদন্ত শেষ করে দ্রুত দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রয়াত শিল্পীকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার৷
কেকে-এর পুরো নাম কৃষ্ণকুমার কুন্নত। ১৯৬৮ সালের ২৩ অগস্ট জন্ম হয় কেকে-এর। তিনি একাধারে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালাম, মারাঠি, বাংলা, অসমীয়া, গুজরাতি ভাষায় গান গেয়েছেন। তাঁর প্রজন্মের অন্যতম সেরা শিল্পী হিসাবে পরিগণিত হতেন তিনি। সেই কেকে মঙ্গলবার অনুষ্ঠান করছিলেন কলকাতার মঞ্চে। জানা গিয়েছে নজরুল মঞ্চে অনুষ্ঠানের মধ্যেই অসুস্থ বোধ করছিলেন তিনি। KK-র প্রয়াণে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় কেকে-র ৷ সম্ভবত হোটেল রুমে পড়ে যান তিনি ৷ কারণ ডান দিকের ভ্রু, ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে কেকে-র ৷