সারোগেসির মাধ্যমে ফের মা-বাবা হয়েছেন রাজ-শিল্পা। ২১ ফেব্রুয়ারি রাজ-শিল্পা এই সুখবর সোশ্যাল মিডিয়ায় জানান। গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় সামিশার। মেয়ের বয়স প্রায় ৯ মাস পূর্ণ হয়েছে । তবে সামনে থেকে খুদের ছবি এখনও শেয়ার করেননি শিল্পা ।
এরইমধ্যে ছিল ভাইফোঁটা । ছোট্ট ভিয়ান এই প্রথমবার তার জীবনে এমন একজনকে পেয়েছে যে তাকে ভাইফোঁটা, রাখির মতো ভাইবোনের মিষ্টি অনুষ্ঠানগুলো ভরিয়ে রাখবে । সামিশা তাই এ বছর প্রথমবার তার দাদাকে ভাইফোঁটা দিল, আরতিও করল । তবে একা একা এসব করতে পারেনি খুদে । তাই মা শিল্পা সবসময় মেয়ের সঙ্গে থেকে তাকে সাহায্য করেছেন ।
দিওয়ালির দিনেও শিল্পা আর তার গোটা পরিবারকে দেখা গিয়েছিল আনন্দে মেতে উঠতে । কুন্দ্রা পরিবারে জমজমাট সেলিব্রেশন হয়েছে দীপাবলীর । মেয়েকে সঙ্গে নিয়ে লক্ষ্মীদেবীর আরাধনা যেমন করেছেন নায়িকা, তেমনই ছেলের সঙ্গে জুটি বেঁধে রঙ্গোলিও দিয়েছেন ।