শক্তি কাপুর ভিডিওয় শ্রদ্ধার সামনে এসে বলেন “আমি ক্রাইম মাস্টার গোগো, আমি ফিরে এসেছি, কিছু না কিছু লুট করে যাব”। ভিডিওতে শ্রদ্ধা তাঁর বাবাকে ‘বাপু’ বলে সম্বোধন করেছেন। এই সব ঘটনা চলতে চলতেই শক্তি কাপুর নিজের কাজ করে চলে গিয়েছেন। পরে দেখা গিয়েছে তিনি শ্রদ্ধার নেল পালিশ চুরি করে পালিয়ে গিয়েছেন। এই সব ঘটনার পর শ্রদ্ধা বলেছেন “আরে বাপু, নেল পালিশটাতো ছেড়ে দিতে পারতে”!
advertisement
শুধু শ্রদ্ধা কাপুর এমন ধরনের ভিডিও সামনে এনেছেন এমনটা নয়। Disney+Hotstar, OTT সংস্থার Instagram হ্যান্ডেল থেকে বেশ কিছু প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানেও প্রবীণ অভিনেতাকে দেখা গিয়েছে। এই সব দেখে আশা করা হচ্ছে আরও অনেক মজার মুহূর্ত ও স্মৃতি ফিরে আসতে চলেছে Disney+Hotstar এর হাত ধরে। অনুরাগীরা এই উত্তেজনা ধরে রাখতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কমেন্ট করতে দেখা গিয়েছে। একজন মজা করে লিখেছেন “ক্রাইম মাস্টার গোগো আমার Disney+Hotstar-এর সাবস্ক্রিপশনটাই না লুট করে নিয়ে পালায়!”।
এক সময়ে বলিউডে নানা ধরনের জনপ্রিয় চরিত্রে দেখা গিয়েছে প্রবীণ অভিনেতা শক্তি কাপুরকে। বর্তমানে তিনি কাজ অনেক কম করছেন। ক্রাইম মাস্টার গোগোয় নতুন করে তাঁকে আবার দেখা যাবে। অন্য দিকে শ্রদ্ধা ব্যস্ত রয়েছেন লব রঞ্জনের (Luv Ranjan) প্রোজেক্ট নিয়ে। যেখানে শ্রদ্ধার বিপরীতে থাকছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)।