এই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসছে । মহাভারতের (Mahabharata) অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রধান নারী চরিত্র দ্রৌপদী’কে নিয়ে একটি ছবির কথা ভেবেছিলেন দীপিকা । ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনিই প্রযোজনা করবে সেটি, এমনটাই ঠিক হয়েছিল । খুব স্বাভাবিকভাবেই ছবির পরিচালক হিসাবে তিনি প্রথমেই ভেবেছিলেন বনশালীর নাম । কারণ বনশালীর মতো আর কারও পক্ষে এমন একটা শক্তিশালী পৌরাণিক চরিত্রকে যোগ্যতম ভাবে পর্দায় ফুটিয়ে তোলা সম্ভবপর হত না । কিন্তু দীপিকার সেই ড্রিম প্রজেক্ট আপাতত বিশ বাঁও জলে ।
শোনা যাচ্ছে নায়িকা-পরিচালকের মধ্যে তুমুল ইগো ক্ল্যাশই এই সম্পর্কে ফাটল ধরার অন্যতম কারণ । একে অপরের উপর যেন নির্ভরতা ছিল, তেমনই তাঁরা একে অপরকে নিয্ত্রণও করতে শুরু করেছিলেন । যার পরিণতি এই ঘটনা । বর্তমানে আলিয়ার সঙ্গে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড় (Gangubai Kathiawadi) নিয়ে ব্যস্ত বনশালী । এরপর বৈজু বাওরা (Baiju Bawra) নামে আরও একটা ছবির কাজ রয়েছে তাঁর হাতে । তাই এই মুহূর্তে নাকি দীপিকাকে সময় দিতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছেন পরিচালক ।