TRENDING:

৪৫ বছরে মা হয়েছেন দ্বিতীয় সন্তানের, মেয়ে সামিশার অন্নপ্রাসন দিলেন শিল্পা শেট্টি

Last Updated:

মেয়ের বয়স প্রায় ৯ মাস পূর্ণ হয়েছে । অন্নপ্রাশনে মেয়ের সঙ্গে ম্যাচিং পোশাক পরলেন শিল্পা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কুন্দ্রা, শেট্টি পরিবারে খুশির হাওয়া এসেছে। ৪৫ বছর বয়সে ফের মা হয়েছেন এক সময় বি-টাউন কাঁপানো অভিনেত্রী শিল্পা শেট্টি। শিল্পা-রাজ কুন্দ্রার কোল আলো করে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান। শিল্পা আর রাজের প্রথম সন্তান ভিয়ান। দম্পতির জীবনে এখন এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। শিল্পা আর রাজ তাঁদের সদ্যোজাত মেয়ের নাম রেখেছেন সামিশা শেট্টি কুন্দ্রা।
advertisement

সারোগেসির মাধ্যমে ফের মা-বাবা হয়েছেন রাজ-শিল্পা। ২১ ফেব্রুয়ারি রাজ-শিল্পা এই সুখবর সোশ্যাল মিডিয়ায় জানান। গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় সামিশার। মেয়ের বয়স প্রায় ৯ মাস পূর্ণ হয়েছে । তবে সামনে থেকে খুদের ছবি আগে কখনওই সামনে থেকে শেয়ার করেননি শিল্পা ।

তবে এর মধ্যে একবার সামিশাকে নিয়ে আউটিংয়ে বেরিয়েছিলেন শিল্পা । সে সময় পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে গিয়েছিল খুদের মুখ । তবে সেটা মাত্র কয়েক ঝলকের জন্যই । এ বার সামিশার অন্নপ্রাশন । কিন্তু সে সময়ও সামিশার মুখের কোনও ছবি পাস্ট করেননি কেয়ারিং মম শিল্পা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

তবে অন্নপ্রাশন উপলক্ষে তাঁর বাড়ির প্রস্তুতি, আয়োজনের একটি ভিডিও পোস্ট করেছেন । আর তাতেই দেখা যাচ্ছে, বেবির সঙ্গে ম্যাচ করে নিজের আউটফিট বেছেছেন শিল্পা । দু’জনেই পরবেন লাল-সাদা কম্বিনেশনের পোশাক । পোশাকটি পাঠিয়েছেন ডিজাইনার পুনিত বালানা ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
৪৫ বছরে মা হয়েছেন দ্বিতীয় সন্তানের, মেয়ে সামিশার অন্নপ্রাসন দিলেন শিল্পা শেট্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল