সারোগেসির মাধ্যমে ফের মা-বাবা হয়েছেন রাজ-শিল্পা। ২১ ফেব্রুয়ারি রাজ-শিল্পা এই সুখবর সোশ্যাল মিডিয়ায় জানান। গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় সামিশার। মেয়ের বয়স প্রায় ৯ মাস পূর্ণ হয়েছে । তবে সামনে থেকে খুদের ছবি আগে কখনওই সামনে থেকে শেয়ার করেননি শিল্পা ।
তবে এর মধ্যে একবার সামিশাকে নিয়ে আউটিংয়ে বেরিয়েছিলেন শিল্পা । সে সময় পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে গিয়েছিল খুদের মুখ । তবে সেটা মাত্র কয়েক ঝলকের জন্যই । এ বার সামিশার অন্নপ্রাশন । কিন্তু সে সময়ও সামিশার মুখের কোনও ছবি পাস্ট করেননি কেয়ারিং মম শিল্পা ।
advertisement
তবে অন্নপ্রাশন উপলক্ষে তাঁর বাড়ির প্রস্তুতি, আয়োজনের একটি ভিডিও পোস্ট করেছেন । আর তাতেই দেখা যাচ্ছে, বেবির সঙ্গে ম্যাচ করে নিজের আউটফিট বেছেছেন শিল্পা । দু’জনেই পরবেন লাল-সাদা কম্বিনেশনের পোশাক । পোশাকটি পাঠিয়েছেন ডিজাইনার পুনিত বালানা ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2020 10:07 AM IST