গুলি করে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার। কুড়ি বছর আগের এই মামলায় দোষী সাব্যস্ত হলেন সলমন খান।
- গুলি করে দু'টি কৃষ্ণসার হরিণ শিকার
- বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৫১ নম্বর ধারায় অভিযোগ সলমন খানের বিরুদ্ধে
- বেআইনি ভাবে জঙ্গলে ঢোকার অভিযোগ অভিনেতাদের বিরুদ্ধে
কেরিয়ারের শুরুর দিকের এই বিতর্ক তাড়া করে বেড়াচ্ছিল তারকা সলমনকে। কুড়ি বছর বাদে ভাইজান যখন কেরিয়ারের মধ্যগগনে তখনই নাটকীয় রায় জোধপুর আদালতের।
advertisement
- সলমন খানকে ৫ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে
- ১০ হাজার টাকা জরিমানাও হয়েছে
- ৩ বছর বা তার কম কারাদণ্ড হলে বৃহস্পতিবারই অন্তর্বর্তী জামিনের আর্জি করতে পারতেন সলমন
- কিন্তু, বৃহস্পতিবার আবেদন করলেও, শুক্রবার সকালে অন্তর্বর্তী জামিনের আর্জির শুনানি
- ফলে, আপাতত যোধপুর সেন্ট্রাল জেলই ঠিকানা ভাইজানের
- বেকসুর খালাস সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম ও তাব্বু
বৃহস্পতিবার, আদালতে উপস্থিত ছিলেন সলমন খান-সহ অন্যান্য অভিযুক্তরা। নির্বিকার থাকার চেষ্টা করলেও, হরিণ শিকার মামলার রায় জোর ধাক্কা দিতে পারে ভাইজানের কেরিয়ারে।