TRENDING:

২০ বছর পর ‘জুড়য়া’ ছবির নায়িকা রম্ভার সঙ্গে দেখা হল সলমনের, এখন কেমন দেখতে তিনি ?

Last Updated:

২০ বছর আগে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা ৷ হঠাৎই এতদিন পর আবার দেখা হল সেই নায়িকার সঙ্গে ৷ ১৯৯৭-এ মুক্তি পেয়েছিল সলমন খান, করিশ্মা কাপুর ও রম্ভা অভিনীত ‘জড়ুয়া’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০ বছর আগে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা ৷ হঠাৎই এতদিন পর আবার দেখা হল সেই নায়িকার সঙ্গে ৷ ১৯৯৭-এ মুক্তি পেয়েছিল সলমন খান, করিশ্মা কাপুর ও রম্ভা অভিনীত ‘জড়ুয়া’ ৷ সেই সময় সুপারহিট হয়েছিল এই কমিক ছবি ৷ এরপর আবার তাঁরা জুটি বেঁধেছিলেন ‘বন্ধন’-এ ৷ সেটা ১৯৯৮ ৷ আর পর্দায় দেখা যায়নি এই জুটিকে ৷ এরপর আরও অনেক ছবি করেছেন রম্ভা ৷ হিন্দি ছাড়াও আরও অনেক ভাষাতেও ছবি করেছেন নায়িকা ৷ ০১০-এ বিয়ের পর অবশ্য ছেড়ে দেন ফিল্মি কেরিয়ার ৷ এখন তিনি টরেন্টোতেই সেল্টেলড ৷ দুই মেয়ে নিয়ে স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন তিনি ৷ আর তৃতীয় সন্তানের আসার অপেক্ষা করছেন ৪০ বছরের রম্ভা ৷
advertisement

আরও পড়ুন: ক্যামেরার সামনে ৭ বার নগ্ন হতে হয়েছিল ! বিস্ফোরক মন্তব্য বলিউড অভিনেত্রীর

আর সেই টোরন্টোতেই দেখা হল পুরনো নায়কের সঙ্গে ৷ সম্প্রতি দাবাং ট্যুরে টরেন্টো গিয়েছেন সলমন, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা, ক্যাটরিনা কাইফ সকলেই ৷ আর সেখানে গিয়েই দেখা পুরনো সহকর্মী রম্ভার সঙ্গে ৷

খুব স্বাভাবিকভাবেই এরপরেই শুরু হল পোজ আর সেলফি, গ্রুপফির পালা ৷ সেই ছবি পোস্টও হল সোশ্যাল মিডিয়ায় ৷ ভাইরালও হল সেই ছবি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
২০ বছর পর ‘জুড়য়া’ ছবির নায়িকা রম্ভার সঙ্গে দেখা হল সলমনের, এখন কেমন দেখতে তিনি ?