বলিউডের তারকাদের উদ্দেশ্যে ফারাজের ভাই লেখেন যে, সকলের সাহায্যে আমার ভাই ও আপনাদের সহঅভিনেতাকে বাঁচানো জন্য এগিয়ে আসুন৷ এই আর্জি রাখছি৷ এরপরই একে একে ফারাজের ভাইয়ের ডাকে সাড়া দেন অনেকেই৷ প্রথমে পূজা ভাট সাহায্য করেন৷ এবার সলমন দেন ওষুদের টাকা, চিকিৎসার বিল৷ সলমনের এই সাহায্যের পর তাঁর প্রশংসায় একটি পোস্ট করেন অভিনেত্রী কাশ্মীরা শাহ৷ তিনি লেখেন যে, আপনি সত্যিই মানুষের মত মানুষ৷ ফারাজের মেডিক্যাল বিলের জন্য সাহায্য করে আরও একবার তা প্রমাণ করলেন৷ আপনি চিরকাল আপনাকে পছন্দ করব এই জন্য যে, আপনি অসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ তবে সলমনের প্রশংসা করায় যদি কেউ আমায় অপছন্দ করেন তো আমার কিছু যায় আসে না৷ আমায় আনফলো করতে পারেন৷ আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে সলমনের মত এমন একজন সৎ মানুষ আর কেউ নেই৷
advertisement
আপাতত ICU-তে রয়েছেন ফারাজ৷ তাঁর চিকিৎসা চলছে৷ তাঁকে বাঁচাতে ও সুস্থ করে তুলতে প্রয়োজন প্রচুর পরিমাণ চিকিৎসার৷ তাঁর সুস্থতা কামনা করি আমরাও৷
