প্রিয়াঙ্কা বলছেন, "এই ইন্ডাস্ট্রিতেই বড় হয়ে উঠেছি। আর তাই আমার চেহারার আকৃতি কেমন, গড়ন কেমন, এসব নিয়ে খুব সচেতন ছিলাম। সব সময়ে শরীরের প্রতিটি অংশ দেখতাম। ২০ বছরের আশপাশে তখন আমার বয়স। ভাবতাম এটাই স্বাভাবিক। অন্যান্য অল্প বয়সিদের মতোই আমি ভাবতাম পারফেক্ট ফোটোশপড ছবি, সব সময়ে সুন্দর ভাবে রাখা চুল এগুলিই ঠিক। আমার আসল চুল নিয়ে কখনওই বেরোতাম না। সব সময়ে ব্লো ড্রাই করা থাকত।"
advertisement
প্রিয়াঙ্কা (Priyanka Chopra) আরও বলছেন, "আমার জন্য এটা একটা বড় যাত্রা ছিল কারণ এই বিনোদন জগতেই আমি বড় হয়ে উঠেছি। আমার দিকে যা ছুড়ে দেওয়া হয়েছে, আমি তাই শিখেছি।" কিন্তু একটা সময় থেকেই সমস্ত কিছু বদলে যেতে থাকে। ৩০ বছর বয়স হতেই নানা রকমের মন্তব্য আসতে থাকে প্রিয়াঙ্কার কাছে।
আরও পড়ুন-'অপু'কে পিছনে ফেলে এগিয়ে গেলো 'যমুনা ঢাকি'! সেরা ধারাবাহিকের দৌড়ে 'খড়কুটো' কোথায়
তিনি বলছেন, ৩০ এ পৌঁছতেই আমার শরীরে বেশ কিছু পরিবর্তন আসা শুরু হয়। খারাপ লাগত কারণ অনলাইনে নানা মন্তব্য আসত। কেউ বলত, 'আপনাকে অন্য রকম দেখতে লাগছে। আপনার বয়স হচ্ছে বা বয়স্ক দেখতে লাগছে।' সেই সময়ে মনে প্রভাব ফেলেছিল এগুলো।" এই সময়টায় সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্ক বদলে গিয়েছিল প্রিয়াঙ্কার (Priyanka Chopra)। তিনি জানান, একটা খোলসের মধ্যে ঢুকে পড়েছিলেন তিনি। কিন্তু সেই সময় থেকে ঘুরেও দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা। কী ভাবে তাও জানিয়েছেন অভিনেত্রী। রাত ১টার সময়ে পিৎজা খেতে ইচ্ছে করলে সেটাই করেছেন তিনি। যখন যেটা ইচ্ছে করেছে সেটাই তিনি করেছেন।সম্প্রতি নিরামিষাসী হয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা।