বলিউডে সলমন খান, শাহরুখ খান থেকে শুরু করে জন আব্রাহাম কার সঙ্গে জুটি বেঁধে ছবি করেননি তিনি ! তবে প্রিয়াঙ্কা নিজেকে শুধু বলিউডেই আটকে রাখেননি হলিউডেও পা রেখেছেন তিনি। নিক জোনাসকে বিয়ে করে সংসারও পেতেছেন তিনি। সব মিলিয়ে তাঁর এই ২০ বছরের যাত্রাপথ বেশ রঙিন।
প্রিয়াঙ্কা ২০ বছর আগের সুন্দরী প্রতিযোগিতার ভিডিও দেখে নিজেই চমকে উঠলেন। ইনস্টাতে ভিডিও শেয়ার করে তিনি বলেন, "২০ বছর এন্টারটেইনমেন্ট দুনিয়ায় কাটিয়ে ফেললাম। একি কম কথা।" তিনি মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। এই প্রসঙ্গে তিনি জানান, "আমি ভাবিনি আমি এই খেতাব জিতবো। তবে আমার বুদ্ধিদীপ্ত উত্তরেই খুশি হয়েছিলেন সেদিনের বিচারকরা। যেদিন আমি খেতাব জিতি ঠিক তার পরের দিন আমার বোর্ডের পরীক্ষা ছিল।" এছাড়াও নিজের ৯০এর মেক আপ দেখে চমকে গেলেন প্রিয়াঙ্কা। ৯০ এর দশকের মতো করে পোজ দেওয়ারও চেষ্টা করলেন। তবে গোটা ভিডিওতে বার বার তিনি আক্ষেপ করেছেন নিজের চুল নিয়ে। সে সময় তাঁর মাথায় অনেক চুল ছিল। কিন্তু এখন তা অনেকটাই কমেছে। যদিও বয়স ও সময়ও তো বদলেছে।