এক Twitter ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করে বলেছেন ‘প্রিয়াঙ্কা এমনটা কেন করলেন’? আবার কেউ বলেছেন ‘প্রিয়াঙ্কা ইচ্ছাকৃতভাবে এমনটা করেছেন’। এইরকমই বহু কমেন্টের দ্বারা প্রিয়াঙ্কাকে সোশ্যাল মাধ্যমে ট্রোল করা হয়েছে। তবে দেশি গার্ল এসব নিয়ে বিশেষ মাথা ঘামান না। তিনি কাজ ও সংসারের ফাঁকে কোয়ালিটি টাইম কাটাতেই পছন্দ করেন।
advertisement
প্রিয়াঙ্কা চোপড়া গত সপ্তাহেই নোভাক জোকোভিচ (Novak Djokovic) এবং মাতেও বেরেটিনির (Matteo Berrettini ) মেনস সিঙ্গেল ফাইনাল দেখেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন সমাজকর্মী নাতাশা পুনাওয়ালা (Natasha Poonawalla) এবং জেমস জি বোল্টার (James G Boulter)। সেই সব ছবি তিনি Instagram-এ শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন 'উইম্বলডনে কাটানো দারুণ একটা সপ্তাহ'।
প্রিয়াঙ্কা এখন ব্যস্ত রুশ রুশো ব্রাদার্সের (Russo Brothers) সিটাডেলের Citadel) শুটিংয়ে। সেই জন্য তিনি এখন লন্ডনবাসী। এছাড়াও টেক্সট ফর ইউতে (Text For You) মুখ্য চরিত্রে তাঁকে দেখা যাবে। প্রিয়াঙ্কার পাশাপাশি সিলিন ডিয়ন (Celine Dion) ও স্যাম হিউগানকেও (Sam Heughan) দেখা যাবে। এছাড়াও তিনি থাকছেন ম্যাট্রিক্স ৪ (Matrix 4) ছবিতে। প্রিয়াঙ্কাকে শেষবার Netflix-এ দ্য হোয়াইট টাইগারে (The White Tiger) দেখা গিয়েছিল। সম্প্রতি নিউ ইয়র্কে তিনি একটি ভারতীয় খাবারে রেস্তোরাঁ তৈরি করেছেন। নিক জেনাসকে (Nick Jonas) বিয়ে করে আপাতত সুখেই জীবন যাপন করছেন অভিনেত্রী।