কিন্তু আদৌ কি হানিমুনে পারি দিয়েছেন নিয়াঙ্কা? সে কথা অবশ্য তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে কিছু জানা যায়নি ৷ তবে হ্যাঁ, ঘনিষ্ঠ ছবি পোস্ট করতে তো আর দোষ নেই ৷ তেমনটাই করেছেন পিগি চপস ৷ শোনা যাচ্ছে, এই মুহূর্তে তিনি ছবির কাজে ব্যস্ত রয়েছেন ৷ তবু তার মধ্যেও সময় বের করলেন হানিমুনের জন্য ৷ সম্ভবত, মধুচন্দ্রিমায় ওমানে গিয়েছেন তাঁরা ৷
advertisement
তবে যেখানেই থাকুন, নবদম্পতির রোম্যান্সে জায়গাটা কোনও ব্যপারই নয় ৷ সদ্য শীতের আমেজে তাই আরও গভীর হল নিক-প্রিয়াঙ্কার রসায়ন ৷ নতুন বরের সঙ্গে অন্তরঙ্গ হলেন দেশি গার্ল ৷ ছবি পোস্ট করে লিখলেন ‘ম্যারাইটাল ব্লিস’ ৷
অন্যদিকে, নিকও কম যান না ৷ প্রিয়াঙ্কার সঙ্গে সিনেমা দেখার ভিডিও পোস্ট করলেন মার্কিন জামাই ৷ একসঙ্গে Elf দেখলেন তাঁরা ৷ Elf- ২০০৩ সালের একটি মার্কিন ক্রিসমাস ফ্যান্টাসি সিনেমা ৷ আর বড়দিনের আগে বরের সঙ্গে বসে সেই ছবি উপভোগ করতে করতে ছেলেমানুষের মতো উত্তেজিত হয়ে পড়লেন নববধূ প্রিয়াঙ্কা ৷