তবে খুব শীঘ্রই আবার সিলভার স্ক্রিনে ফিরতে চলেছেন পরি । তাঁকে দেখা যাবে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে । পাশাপাশি নেটফ্লিক্সের ‘হোয়াইল অ্যা গার্ল অন দ্য ট্রেন’ ছবিতেও কাজ করেছেন তিনি । সম্প্রতি জানা গিয়েছে, সাইনার বায়োপিকটিও মুক্তি পাবে কোনও ওটিটি প্ল্যাটফর্মে ।
লকডাউনের পর সিনেমা হল খুললেও এখনও হলমূখী নন সাধারণ দর্শকরা । করোনা সংক্রমণের কথা মাথায় রেখে অনেকেই সিনেমাহল এড়িয়ে চলছেন । তার থেকে বাড়িতে বসে সিনেমা দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন সাধারণ মানুষ । পাশাপাশি গত নভেম্বর থেকে সিনেমাহল খুললেও তাতে অর্ধেক দর্শক ঢোকার অনুমতি দেওযা হচ্ছে ।
advertisement
সব মিলিয়ে বড় পর্দার যা অবস্থা তাতে বেশিরভাগ ছবি নির্মাতাই চাইছেন ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের বেশি কাছে পৌঁছতে । তবে কোন ডিজিটাল প্ল্যাটফর্মে এই বায়োপিক মুক্তি পাবে তা এখনও জানানো হয়নি ।
সাইনা নেহওয়ালের বায়োপিকে প্রথমে কাস্ট করা হয়েছিল শ্রদ্ধা কাপুরকে । কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে পরে শ্রদ্ধাকে সরিয়ে সেই জায়গা দখল করেন পরিণীতি চোপড়া । এখন দেখার পর্দায় সাইনা’কে কতটা দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতে পারেন পরিণীতি ।