ছবি নির্মাতাদের এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এই ওয়েব সিরিজের স্পর্শকাতর বিষয়বস্তুর জন্য কেউ খুব বেশি কথাবার্তা বলতে বা মুখ খুলতে চাইছে না, তার কারণ, ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি তাতে এরকম একটা বিষয়ে কাজ করা বেশ খানিকটা ঝুঁকির বিষয়। আমার এটাও মনে হয় এই কারণেই সিরিজের নাম মূল বইটির নামের মতো করা হয়েছে। দ্য মুঘলস থেকে দ্য এম্পায়ারে বদলে দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে মুঘল ইতিহাস নিয়ে ছবি তৈরি করা হলে অনেকেরই পছন্দ না-ও হতে পারে। মুঘল রাজত্বের যেমন খারাপ দিক ছিল তেমন ভালো দিকও ছিল। এছাড়াও গল্প যত এগোবে তার মধ্যে হিন্দু-মুসলমান সম্পর্ক, বাবরি মসজিদ, এই সব প্রসঙ্গগুলি উঠে আসবে। গল্পে উঠে আসবে বাবর এবং তার ঠাকুমা এহেসান দৌলতের কাহিনী। তাই অনেক কিছু ভাবনা চিন্তা করে এই সিরিজ বানাতে হয়েছে”।
advertisement
ওয়েব সিরিজে সমাজের সবকিছু মাথায় রেখে, ইতিহাসকে অখুন্ন রেখে বানানো হয়েছে বলে জানা গিয়েছে। নির্মাতারা আশা করছে দর্শকরা পছন্দ করবে। সিরিজে শাবানা আজমি (Shabana Azmi) বাবরের ঠাকুমা এহসান দৌলতের (Esan Daulat) চরিত্রে অভিনয় করেছেন। কুণাল কাপুর (Kunal Kapoor) বাবর (Babar) চরিত্রে ও দিনো মোরিয়া (Dino Morea) শায়বানি খানের (Shaybani Khan) চরিত্রে অভিনয় করেছেন।