তা, বিয়ের পরেই দোরগোড়ায় কড়া নেড়েছে ভ্যালেন্টাইন'স ডে। নেহা আর রোহনপ্রীত যে রকম ভাবে নানা অনুষ্ঠানে নিজেদের মেলে ধরেন, এবারটাও তার ব্যতিক্রম হল না। ভ্যালেন্টাইন'স ডে উপলক্ষ্যে তাঁরা হাজির হয়েছিলেন ইন্ডিয়ান আইডল (Indian Idol)-এর বিশেষ অনুষ্ঠানে। সেখানে দম্পতি নিজেদের সুরেলা গলায় একের পর এক ভালোবাসার গান গেয়ে মাতিয়ে রেখেছিলে দর্শকদের। কিন্তু এটুকুতেই তাঁদের জীবনে ভ্যালেন্টাইন'স ডে পর্ব সমাপ্ত হয়েছে, তা ভাবলে ভুল হবে। ওটা তো ছিল পেশাগত জীবন, ব্যক্তিগত জীবনে ভালোবাসার একটা বহির্প্রকাশ থাকবে না?
কথা হল, ট্যাটু করতে ব্যথা করতে লাগে না?
নেহা না কি এই কথাটাও জানতে চেয়েছিলেন স্বামীর কাছে। জিজ্ঞেস করেছিলেন- ট্যাটু করার ব্যথা কী করে সামলালেন রোহনপ্রীত?
রোহনের প্রীতিভরা উত্তর চোখে জল নিয়ে এসেছে গায়িকার- স্ত্রীর গাওয়া প্রেমের গান গুনগুন করতে করতেই না কি সব ব্যথা ভুলেছেন স্বামী!