দর্শক আবার প্রবীণ অভিনেত্রী নীতু কাপুরের অভিনয় দেখতে পাবে। রাজ মেহতার (Raj Mehta) ছবি যুগ যুগ জিওতে (Jug Jugg Jeeyo) অভিনয় করবেন নীতু। এই ছবিতে তাঁর পাশাপাশি কাজ করবেন বরুণ ধাওয়ান (Varun Dhawan), কিয়ারা আডবানি (Kiara Advani), অনিল কাপুর (Anil Kapoor), প্রাজাক্তা কলি (Prajakta Koli), এবং মণীশ পল (Manish Paul)। ছবিটির প্রযোজনা করবেন হীরু যশ জোহর (Hiroo Yash Johar), করণ জোহর (Karan Johar) ও অপূর্ব মেহতা (Apoorva Mehta)।
advertisement
৬০, ৭০ ও ৮০ দশকের শুরুর দিকে চুটিয়ে কাজ করেছেন নীতু কাপুর। সেই সময় তাঁকে বলিউড কুউন বলা হত। দিওয়র (Deewar), কভি কভি (Kabhi Kabhie), ধরম বীর (Dharam Veer), পার্বারিশ (Parvarish), খেল খেল মে (Khel Khel Mein), ইয়াদো কি বারাত (Yaadon Ki Baaraat), অমর আকবর অ্যান্টনির (Amar Akbar Anthony) মতো সুপারহিট বলিউড ছবিতে কাজ করেছেন। ১৯৮০ সালের ২২ জানুয়ারিতে নীতু, ঋষি কাপুরকে বিয়ে করেন।