এই পোশাক পরে ভিডিও শেয়ার করার পিছনে সবচেয়ে বড় হাত রয়েছেন নীনার মেয়ে মাসাবার। পেশাগত দিক থেকে পোশাক ডিজাইনার মাসাবার ডিজাইন করা এই পোশাক পরেই নিজেকে অনেক দিন পর সাজালেন নীনা। এবং সেকথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে নীনা লিখেছেন, 'অনেক দিন পর ভালো করে পোশাক পরে বেরিয়েছি ইনস্টাতে।' সঙ্গে মাসাবা গুপ্তার ডিজাইনার শপকেও ট্যাগ করেছেন নীনা।
advertisement
এর আগেও বহুবার মেয়ে মাসাবার ডিজাইন করা পোশাকে দেখা গিয়েছে নীনাকে। কয়েকদিন আগে মাতৃ দিবসে একই ধরনের পোশাক পরে এই ছবি শেয়ার নীনা শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। নীনা গুপ্তা ও তাঁর স্বামী বিবেক মেহরা মুক্তেশ্বরে থাকেন। সেখানেই মেয়ে মাসাবা ও তাঁর বয়ফ্রেন্ড সত্যদীপ মিশ্র তাঁদের সঙ্গে গিয়ে দেখা করেন।
কাজের দিক থেকে নীনা গুপ্তাকে শেষ দেখা গিয়েছে 'সর্দার কা গ্র্যান্ডসন' ছবিতে। এর পর হাতে অনেকগুলি ছবি পাইপলাইনে রয়েছে। রয়েছে রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের সঙ্গে ৮৩ ছবি। কয়েকদিন আগেই নীনা গুপ্তার আত্মজীবনী 'সচ কহুঁ তো' মুক্তি পেয়েছে। জীবনের নানা ওঠা-পড়ার গল্প সেখানে শেয়ার করেছেন অভিনেত্রী। করিনা কাপুর খান উদ্বোধন করেছিলেন নীনার বইটি।