মঙ্গলবার নব্যা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানেই এক ভক্ত তাঁকে লেখেন, 'তুমি খুব সুন্দরী, বলিউডেও চেষ্টা করা উচিত তোমার'। ভক্তের এমন আবদারের জবাবে নব্যা লিখেছেন, 'ধন্যবাদ আপনার এই কথাগুলির জন্যে। কিন্তু সুন্দরী মহিলারা ব্যবসাও খুব ভালো চালান'। নব্যা নিজে একজন উদ্যোগপতি হিসেবে কাজ করছেন। 'আরা হেলথ' এবং 'নভেলি' স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
advertisement
গত বছরই নিউ ইয়র্কের ফোরধাম ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন নব্যা। এর পরই অনলাইন হেলফকেয়ার পোর্টাল 'আরা হেলথ'-এর সঙ্গে কাজ করছেন তিনি। তাঁর সহযোগী মল্লিকা শাহনি। মহিলাদের স্বাস্থ্য নিেয় কাজ করে এই সংস্থা। আরা ওয়েলনেস নামেও আরেকটি উদ্যোগ নিয়েছে এই সংস্থা। ভারতে লিঙ্গবৈষম্য নিেয় কাজ করতে চায় নব্যার এই সংস্থা। সেই উদ্দেশ্যে মহিলাদের কর্মসংস্থানেরও জায়গা তৈরি করছেন তাঁরা।
শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের সঙ্গেই লন্ডনে স্কুলে পড়তেন নব্যা নভেলি নন্দা। সেভেনওকস স্কুলে একসঙ্গেই পড়েছেন তাঁরা। ২০১৮ সালে মণীশা জয়সিংয়ের সঙ্গে মা শ্বেতা বচ্চন নন্দার লেবেলের হয়ে মডেলিংও করতে দেখা গিয়েছে নব্যাকে। তবে অভিনয় জগতে প্রবেশ নিয়ে কোনওদিনই সরাসরি কিছু বলেননি তিনি। তবে তিনি যে, অভিনয়ের থেকে ব্যবসায় বেশি খুশি রয়েছেন, ভক্তের কমেন্টের জবাবে তেমন ইঙ্গিতই দিয়েছেন নব্যা।