সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের মনের কথা শেয়ার করেছেন নাসিরুদ্দিন শাহ। অভিনেতা জানিয়েছেন, হিন্দুজা হাসপাতালে ভর্তি থাকাকালীন দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে নাসিরুদ্দিনের মাথায় হাত রেখে সায়রা বলেছিলেন, 'সাহাব তোমার ব্যাপারে খোঁজ নিতে চেয়েছেন। আমি আশীর্বাদ করি তোমায়'। নাসিরের কথায়, 'সায়রা বানুর কথা শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। আমিও ওঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেদিন এলাম, সেদিন তিনিও চিরকালের জন্য চলে গেলেন।'
advertisement
মুম্বইয়ে অভিনয় জীবনের শুরুর দিকের কথা বলতে গিয়ে নাসিরুদ্দিন জানিয়েছেন, সেই সময় তাঁর বাবা-মায়ের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। তবে দিলীপ কুমারের মাধ্যমে নাসিরুদ্দিনের খোঁজ পেত তাঁর পরিবার। দিলীপ কুমারের বাবার বড়দিদির মারফত নাসিরুদ্দিনের খোঁজ পেতেন তাঁরা। নাসিরের কথায়, 'সাকিনা আপা মাঝে মাঝে আজমেরে যেতেন। সেখানে দরগা গরিব নওয়াজের কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত ছিলেন আমার বাবা।' সেই সময় এক সপ্তাহ বাড়ি ফিরে যাওয়ার আগে দিলীপ কুমারের বাড়িতে থাকতে হয়েছিল নাসিরুদ্দিন শাহকে।
নাসিরুদ্দিন জানিয়েছেন, 'নয়া দৌড়' ছবির সুপারহিট নায়ক দিলীপ কুমারকে তিনি নিজের অভিনয়ের প্রতি ভালোবাসার কথা বলেছিলেন। যদিও দিলীপ কুমার তাঁকে বলেছিলেন, 'আমার মনে হয় তোমার ফিরে যাওয়া উচিত ও পড়াশোনা শুরু করা উচিত। ভালো পরিবারের লোকেরা এভাবে অভিনেতা হওয়ার লক্ষ্যে চেষ্টা করে না।'