ইনস্টাগ্রাম স্টোরিতে ভিভান নাসিরুদ্দিন শাহ ও মা রত্না পাঠক শাহের ছবি শেয়ার করে লিখেছেন, 'বাড়ি ফেরার পর'। আরেকটি ছবিতে ভিভান জানিয়েছেন, 'আজ সকালেই ছুটি পেয়েছেন বাবা'। ছবিতে দেখা গিয়েছে, পায়জামা ও কমলা গেঞ্জিতে ঘরের ভিতর কিছু একটা করছেন নাসিরুদ্দিন। পাশেই বিছানায় বসে রয়েছেন রত্না পাঠক শাহ। গত সপ্তাহেই হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল নাসিরুদ্দিন শাহকে। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল।
advertisement
হাসপাতালে ভর্তি হওয়ার পরদিনই গত মঙ্গলবার নাসিরুদ্দিনের স্বাস্থ্যের খবর শেয়ার করেছিলেন রত্না পাঠক শাহ। তিনি জানিয়েছিলেন, ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তবে চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন নাসিরুদ্দিন শাহ। সেই মতো তাঁকে খুব তাড়াতাড়িই বাড়িতে ছেড়ে দেওয়া হবে।
নাসিরুদ্দিন শাহ ভারতীয় চলচ্চিত্র জগতের একজন অন্যতম সেরা অভিনেতা। দর্শকের মনে বিপুল জনপ্রিয়তা রয়েছে তাঁর। মকবুল, জানে ভি দো ইয়ারো, মাসুম, নিশান্ত, সরফরোশ, ইকবাল, আ ওয়েডনেস ডে, মোহরা, ইশকিয়া, দ্য ডার্টি পিকচার, জিন্দেগি মিলেগি না দোবারা, মনসুন ওয়েডিং-এর মতো একাধিক হিট ও নানা স্বাদের ছবিতে দেখা গিয়েছে অভিনেতাকে।