TRENDING:

মাঝরাতে, গোপনে আমিরের বাড়ি থেকে বের হলেন সেই মহিলা ! বলিটাউনে শোরগোল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তখন গভীর রাত! আচমকাই ঝলকে উঠল পাপারাৎজিদের ক্যামেরা! অতি সন্তর্পনে আমির খানের বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা গেল তাঁকে!
advertisement

এতরাতে 'মিস্টার পারফেকসনিস্ট' -এর বাড়িতে তিনি এলেন! তাও গোপনে! কিন্তু কেন?

গভীর রহস্য! শোরগোল বলিটাউনে!

তাহলে খোলসা করেই বলা যাক! গভীর রাতে, আমির খানের বাড়ি থেকে গোপনে বেরতে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে। দীপিকা একাই ছিলেন! রণবীর সিং-ও ছিলেন না! তাই বিয়ের নেমন্তন্ন করতে গিয়েছিলেন, এমনটাও নয়। তাহলে ?

বলিটাউনের একাংশের দাবী, এবার আমিরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা! আর সেই কারণেই, রাতে ছিল সিক্রেট মিটিং!  কেউ আবার বলছেন, দীপিকা এবার পা রাখতে চলেছেন প্রযোজনায়। তাই আমিরের সঙ্গে পরামর্শ করছেন। মিস্টার পারফেকশনিস্টকে সঙ্গে নিয়েই প্রযোজনায় হাতেখড়ি করতে চান দীপিকা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাঝরাতে, গোপনে আমিরের বাড়ি থেকে বের হলেন সেই মহিলা ! বলিটাউনে শোরগোল