তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রিয়ার ভাই ছিলেন সুশান্তের বিজনেস পার্টনার । একটি আর্টিফিসায়াল ইন্টালিজেন্স ফার্ম ছিল তাঁদের । Vividrage Rhealityx নামের ওই ফার্মটি ২০০৯ সালে তৈরি করেছিলেন সুশান্ত । নামের মধ্যে জুড়েছিলেন বান্ধবী রিয়ার নামও । তবে কী কারণে রিয়ার ভাই শোয়িককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তা অবশ্য জানা যায়নি ।
advertisement
গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ৩৪ বছরের সুশান্ত । দু’সপ্তাহ কেটে গেলেও সেই মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি । সুশান্তের ঘর থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি । নায়কের ময়নাতদন্তের রিপোর্ট বলছে গলায় ফাঁস দিয়ে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে তাঁর । তবে পরিবারের দাবি, সুশান্ত আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে বা আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে । এমনকি সিবিআই তদন্তের দাবিও তুলেছেন কিছু হেভিওয়েট ব্যক্তিত্ব ।