TRENDING:

সুশান্তের মৃত্যু তদন্ত: এ বার রিয়ার ভাই শোয়িক চক্রবর্তী’কে জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ

Last Updated:

বান্ধবী রিয়া চক্রবর্তী থেকে শুরু করে বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্বকেও পুলিশি জেরার মুখেো পড়তে হয়েছে । এ বার সেই তালিকায় নয়া এন্ট্রি রিয়া চক্রবর্তীর ভাই শোয়িক চক্রবর্তী ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে ২৭ জন’কে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ । সুশান্তের পরিবারের সদস্য থেকে শুরু করে, তাঁর বন্ধুরা, ঘনিষ্ঠরা, বান্ধবী রিয়া চক্রবর্তী থেকে শুরু করে বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্বকেও পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে । এ বার সেই তালিকায় নয়া এন্ট্রি রিয়া চক্রবর্তীর ভাই শোয়িক চক্রবর্তী ।
advertisement

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রিয়ার ভাই ছিলেন সুশান্তের বিজনেস পার্টনার । একটি আর্টিফিসায়াল ইন্টালিজেন্স ফার্ম ছিল তাঁদের । Vividrage Rhealityx নামের ওই ফার্মটি ২০০৯ সালে তৈরি করেছিলেন সুশান্ত । নামের মধ্যে জুড়েছিলেন বান্ধবী রিয়ার নামও । তবে কী কারণে রিয়ার ভাই শোয়িককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তা অবশ্য জানা যায়নি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ৩৪ বছরের সুশান্ত । দু’সপ্তাহ কেটে গেলেও সেই মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি । সুশান্তের ঘর থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি । নায়কের ময়নাতদন্তের রিপোর্ট বলছে গলায় ফাঁস দিয়ে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে তাঁর । তবে পরিবারের দাবি, সুশান্ত আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে বা আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে । এমনকি সিবিআই তদন্তের দাবিও তুলেছেন কিছু হেভিওয়েট ব্যক্তিত্ব ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সুশান্তের মৃত্যু তদন্ত: এ বার রিয়ার ভাই শোয়িক চক্রবর্তী’কে জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল