ছবিতে দেখা গিয়েছে মিশা এবং জাইন তাঁদের মায়ের জন্য স্যালাড বানিয়েছে। ক্যাপশনে শাহিদপত্নী লিখেছেন, বাচ্চারা আমায় নিজেদের হাতে স্যালাড বানিয়েছে খাইয়েছে। নিশ্চয়ই আমি কিছু ভালো করেছি। লেখার পাশে আবার রেড হার্টের একটি ইমোজি দিয়েছেন। বর্তমানে মীরার পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দিনকয়েক আগে একটা হার্ট শেপের হোমমেড চকোলেট কেক কেটে দুই সন্তানের সঙ্গে মাদার্স ডে সেলিব্রেট করেছিলেন মীরা। শুধু তাই নয়, মিশা এবং জাইন একটি কার্ড বানিয়েছিল তাদের মায়ের জন্য। ক্যাপশনে লিখেছিলেন মীরা, আমার গোটা হৃদয় তোমাদের জন্য। আর এর থেকে একটা ছোট্ট টুকরো বাবার জন্য।
advertisement
উল্লেখ্য, ২০১৫ সালে শাহিদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মীরা রাজপুত। দু'জনের বয়সের ব্যবধান ১৩ বছরের। বিয়ের সময় মীরার বয়স ছিল মাত্র ২০ বছর। যা নিয়ে সেই সময়ে রীতিমতো সমালোচনা শুরু করেছিলেন নেটিজেনরা। যদিও সে সবে বিশেষ কান দেননি শাহিদ এবং মীরা। ২০১৬-তে তাঁদের প্রথম কন্যাসন্তান হয়, যাঁর নাম মিশা। এর পর ২০১৮ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন শাহিদ-পত্নী। জাইনের জন্ম হয় মীরার জন্মদিনের দু'দিন আগে। আপাতত ভরা সংসার নিয়ে বেশ সুখেই কাটাচ্ছেন শাহিদ এবং মীরা।
প্রসঙ্গত, অভিনেতা শাহিদ কাপুরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি কবীর সিং (Kabir Singh) বক্স অফিসে চুড়ান্ত ভাবে সফল। আর তার পরেই আরও একটি দক্ষিণী ছবির রিমেকে কাজ করছেন তিনি। আপকামিং এই সিনেমার নাম জার্সি (Jersey)। যদিও ছবিটির শ্যুটিং বর্তমানে করোনার কারণে থমকে গিয়েছে। সেই কারণে পিছিয়েছে মুক্তির দিন। এছাড়া শাহিদের হাতে আছে একাধিক বিগবাজেটের প্রোজেক্ট।