TRENDING:

Milind Soman Viral: ইনি বলিউডের অভিনেতা-সুপারমডেল, ৬ বছরের এই ছোট্ট ছেলেটিকে চিনতে পারছেন?

Last Updated:

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার এই ছবি শেয়ার করেছেন মিলিন্দ সোমন (Milind Soman Viral)। আর সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই নিমেষে নজর কেড়েছে নেটিজেনের (Milind Soman Viral)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পুরনো ছবি থ্রোব্যাক হিসেবে শেয়ার করতে অনেকেই পছন্দ করেন। সেই তালিকায় রয়েছেন বলিউডের অভিনেতা ও সুপারমডেল, ভারতের আয়রনম্যান মিলিন্দ সোমনও (Milind Soman Viral)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার এই ছবি শেয়ার করেছেন মিলিন্দ সোমন (Milind Soman Viral)। আর সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই নিমেষে নজর কেড়েছে নেটিজেনের (Milind Soman Viral)।
ইনি বলিউডের অভিনেতা-সুপারমডেল, ৬ বছরের এই ছোট্ট ছেলেটিকে চিনতে পারছেন?
ইনি বলিউডের অভিনেতা-সুপারমডেল, ৬ বছরের এই ছোট্ট ছেলেটিকে চিনতে পারছেন?
advertisement

এই ছবিতে তখন তিনি ছিলেন মাত্র ৬ বছরের। ফ্যানেরা ছবি দেখে প্রায় চিনতেই পারেননি মিলিন্দকে। অনেকেই সেকথা জানিয়েছেন ছবির কমেন্ট সেকশনে। ছোটবেলায় কৃষক হওয়ার ইচ্ছে ছিল মিলিন্দের। ছবির সঙ্গে একটি ভিডিও শেয়ার করে সেকথাও ভক্তদের জানিয়েছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, '৬ বছর বয়সে একজন কৃষক হতে চেয়েছিলাম। আর এখন ৫০ বছর পরে আমি। খালি শুনি, সবজিতে রং মেশানো হয়, ফলের মধ্যে ইঞ্জেকশন দেওয়া হয়। সেরা হল নিজেই সেগুলি উৎপাদন করা এবং নিজের শিকড়ে ফিরে যাওয়া'।

advertisement

বরাবরই ফিটনেস নিয়ে দারুণ সচেতন মিলিন্দ সোমন। বিভিন্ন জায়গায় ঘুরে ফিটনেসের কথা বলেন অভিনেতা। সঙ্গী তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ার। এমনকী বৃদ্ধা মা-ও কতটা ফিট, সেই ঝলক মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মিলিন্দ। মেড ইন ইন্ডিয়া অ্যালবামে কাজ করার পরই জনপ্রিয়তা পেয়েছিলেন মিলিন্দ। এর পর একাধিক মিউজিক ভিডিও, মডেলিং, দৌড় প্রতিযোগিতায় নজর কেড়েছেন মিলিন্দ। তাঁক লুক ও ফিটনেসের জন্য বহু মহিলা তাঁর ভক্ত।

advertisement

বলিউডেও একাধিক ছবি করেছেন মিলিন্দ। শেফ, বাজিরাও মস্তানি ও ১৬ ডিসেম্বর এগুলির অন্যতম। অ্যামাজন প্রাইমের ফোর মোর শটস প্লিজ-এর দ্বিতীয় সিজনেও তাঁকে দেখা গিয়েছিল। এই মুহূর্তে একটি রিয়ালিটি শো, সুপারমডেল অফ দ্য ইয়ারে বিচারকের আসনে দেখা যায় তাঁকে।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

আরও পড়ুন: ১৯৬০ সালে নিজের প্রথম এই গাড়ি কিনেছিলেন ধর্মেন্দ্র, দাম কত জানেন?

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Milind Soman Viral: ইনি বলিউডের অভিনেতা-সুপারমডেল, ৬ বছরের এই ছোট্ট ছেলেটিকে চিনতে পারছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল