কখনও নামী প্রযোজক রোহিত শেট্টি, একতা কাপুর, তো কখনও জনপ্রিয় পরিচালক ফারাহ খান, করণ জোহর৷ সূত্রের খবর, এরা প্রত্যেকেই মানুষীকে নিজেদের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন৷ তবে প্রথমদিকে কোনও প্রস্তাবেই রাজি হননি তিনি ৷
তবে বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি৷ এমনকী কাজ করেছেন বেশ কয়েকজনের নামী ফ্যাশন ডিজাইনারের হয়েও কাজ করেছেন তিনি ৷ তবে ছবিতে কাজ করা নিয়ে তেমনভাবে মুখ খোলেননি মানুষী ৷
advertisement
কিন্তু এ বার হয়তো তিনি ফিল্মের জন্য রেডি৷ তাই সাইন করে ফেলেছেন তাঁর প্রথম মুভি৷ তাও আবার ফারাহ খানের পরিচালনায় ৷ বিপরীতে শোনা গিয়েছে বেশ কয়েকটি নাম৷ যেমন কার্তিক আরিয়ান, ভিকি কৌশল৷ নির্মাতাদের কথায়, কিছুই এখনও ফাইনাল হয়নি৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে ৷ যেখানে দেখা যাচ্ছে ফারহা খানের সঙ্গে দেখা করতে গিয়েছেন মানুষী ৷ কিন্তু পাপারাৎজিরা সেখানে হাজির রয়েছে, দেখায় মুখ ঢাকতে শুরু করেন তিনি ৷ আর এই ভিডিওটি সামনে আসতেই জল্পনা চরমে উঠেছে ৷ কী হয়, এখন সেটাই দেখার ৷