প্রাক্তন স্বামী আরবাজ খান (Arbaaz Khan)-এর সঙ্গে লাঞ্চ ডেটে যেতে দেখা গেল মালাইকাকে ! তা হলে কি আবারও পুরনো সম্পর্ক জোড়া লাগতে চলেছে? গত রবিবার মুম্বইয়ের একটি অভিজাত এলাকার রেস্তোরাঁতে দেখা গেল আরবাজ খান, মালাইকা আরোরা, তাঁদের ছেলে আরহান খান (Arhaan Khan) ও মালাইকার মা, বোন অমৃতা আরোরা (Amrita Arora)-সহ গোটা পরিবারকে । সাদা টি-শার্ট আর ডেনিমে এসেছিলেন আরবাজ, মালাইকা পরেছিলেন কালো রঙের শর্ট লেদারের স্কার্ট আর পায়ে লাল হিলস । রেস্তোরাঁয় মালাইকার মা’কে দেখা যায় প্রাক্তন জামাই আরবাজের গালে স্নেহের চুম্বন এঁকে দিতে ।
advertisement
১৯৯৮ সালে আরবাজ’কে বিয়ে করেছিলেন বলিউডের ‘সেক্স বম্ব’ নামে খ্যাত মালাইকা আরোরা । ২০০২ সালে জন্ম হয় তাঁদের একমাত্র ছেলে আরহানের । এখন আরহানের বয়স ১৮ বছর । এ দিকে ২০১৭ সালে হঠাৎই ১৯ বছরের সম্পর্কে ফাটল ধরে । আরবাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় মালাইকার । তা নিয়ে সে সময় কম জলঘোলা হয়নি । এর ঠিক পরপরই মালাইকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায় ১৫ বছরের ছোট অর্জুন কাপুরের । নিন্দুকরা বলেন, অর্জুনের প্রেমে পাগল হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন মালাইকা । বর্তমানে তাঁরা নাকি একই ছাদের তলায় থাকেন । অন্যদিকে আরবাজও থেমে নেই । তিনি নাকি চুটিয়ে প্রেম করছেন বিদেশী বান্ধবী জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে ।
তবে হঠাৎ কেন আবার পুরনো প্রেমের আশ্রয়ে ফিরলেন মাল্লা? না না...বিষয়টা একেবারেই তেমন নয় । আসলে মালাইকা আর আরবাজের ছেলে আরহান বহুদিন ধরেই ঘরে বসে বসে বোর ফিল করছেন । প্যানডেমিকের কারণে তাঁর স্কুল-কলেজও বন্ধ । সে কারণেই তাঁকে খানিকটা আনন্দ আর পরিবারের সঙ্গে দিতে এই পরিকল্পনাটি করেছিলেন মালাইকা ।