TRENDING:

ছেলের জন্মদিনে ভিডিও শেয়ার করে আবেগঘন পোস্ট মাধুরীর !

Last Updated:

নিজের ছেলেদের ছোট থেকে বড় হওয়ার নানা মুহূর্তের ছবি কোলাজ করে ভিডিও বানিয়েছেন মাধুরী !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মাধুরী দিক্ষিত নেনে। বলিউডের রানি মাধুরী। যে ছবিতেই মাধুরী থাকতেন সেই ছবি বক্স অফিস হিট করবেই। তাঁর মোহে বিভোর গোটা বলিউড। মাধুরী ছবি করছেন না অনেকদিন। তবে বিয়ে, সন্তান ও রিয়েলিটি শোয়ের কিছু কাজ নিয়ে ভালই আছেন তিনি। সংসার থেকে কাজ সব কিছুতেই মাধুরী ভীষণ পারফেক্ট। ১৯৯৯-এ বিয়ে করেন তিনি। তাঁর দুটো ছেলেও হয়। ২০০৩-এ ত২আর প্রথম সন্তান আরিন জন্মায় । তাঁর ঠিক দু-বছর পর ছোট ছেলে রায়ান জন্ম গ্রহন করেন।
advertisement

আজ তাঁর ছোট ছেলে রায়ানের জন্মদিন। মাধুরীর দুই ছেলেই বিদেশে পড়াশুনো করে। আজ ছোট ছেলে রায়ানের জন্মদিনে আবেগে ভাসলেন অভিনেত্রী। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। যেখানে নিজের ছেলেদের ছোট থেকে বড় হওয়ার নানা মুহূর্তের ছবি কোলাজ করে ভিডিও বানিয়েছেন। ভিডিওটি শেয়ার করে মাধুরী লেখেন, "প্রতি বছর একটু একটু করে বেড়ে উঠতে দেখছি আমি তোমাকে। আমায় অবাক করে তোমার কেয়ার ও ভালবাসা। তবে তুমি যতই বড় হও, আমার কাছে তুমি সেই ছোট্ট বেবিই থাকবে। শুভ জন্মদিন রায়ান। তোমার সব স্বপ্ন সত্যি হোক।" মাধুরীর এই পোস্ট দেখে ভক্তরা প্রশংসায় ভরিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
ছেলের জন্মদিনে ভিডিও শেয়ার করে আবেগঘন পোস্ট মাধুরীর !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল