TRENDING:

Bollywood News: ৫২ বছর বয়সে সিনেমায় অভিষেক! অমিতাভ বচ্চন থেকে শাহিদ, শাহরুখ... ২০০-র বেশি ছবিতে কাজ, না খেতে পেয়েই চলে গেলেন 'শোলে' ছবির এই 'অভিনেতা'

Last Updated:

'শোলে' ছবিতে রহিম চাচার ভূমিকায় তাঁর অভিনয় সবচেয়ে স্মরণীয়। তিনি ১৯৭০ এবং ৮০-এর দশকে 'নমক হারাম', 'শোলে' এবং 'অভিমান'-এর মতো অনেক ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

এই অভিনেতা অনেক বিখ্যাত হিন্দি ছবির এক পরিচিত মুখ ছিলেন। বলিউডে অভিষেকের আগে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এই অভিনেতার নাম কিষাণ হাঙ্গাল, যিনি একে হাঙ্গাল নামেই বেশি পরিচিত। এ.কে. হাঙ্গাল ৫২ বছর বয়সে তাঁর চলচ্চিত্র জীবন শুরু করেন। তাঁর প্রথম ছবি ছিল তিসরি কসম যা ১৯৯৬ সালে মুক্তি পায়। ছবিতে তিনি রাজ কাপুরের দাদার ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর তিনি আর পিছনে ফিরে তাকাননি। অনেক দেরিতে তারপরও দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। তিনি ‘শোলে’, ‘নমক হারাম’, ‘খুন ভরি মাং’, ‘জোর’, ‘পহেলি’, ‘লগান’ এবং দিল মাঙ্গে মোর-সহ অনেক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘শোলে’ ছবিতে রহিম চাচার ভূমিকায় তাঁর অভিনয় সবচেয়ে স্মরণীয়। তিনি ১৯৭০ এবং ৮০-এর দশকে ‘নমক হারাম’, ‘শোলে’ এবং ‘অভিমান’-এর মতো অনেক ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। অমিতাভ বচ্চন ছাড়াও এ.কে. রাজেশ খান্নার সঙ্গেও অনেক কাজ করেছেন হাঙ্গল। তিনি রাজেশের সঙ্গে ‘আপ কি কসম’, ‘অমর দীপ’, ‘নৌকরি’, ‘থোডিসি বেওয়াফাই’ এবং ‘ফির ওয়াহি রাত’-এর মতো অনেক ছবিতে কাজ করেছেন। এ.কে. হাঙ্গালের ছেলে গণমাধ্যমের মাধ্যমে সাহায্যের জন্য আবেগঘন আবেদন জানিয়েছিলেন। এ.কে. হাঙ্গাল ২০১২ সালে মারা যান। তাঁর বয়স ৯৮ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood News: ৫২ বছর বয়সে সিনেমায় অভিষেক! অমিতাভ বচ্চন থেকে শাহিদ, শাহরুখ... ২০০-র বেশি ছবিতে কাজ, না খেতে পেয়েই চলে গেলেন 'শোলে' ছবির এই 'অভিনেতা'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল