TRENDING:

Kiara Advani: ‘ছাগলে পাতাটা খেয়ে নিলে কী করতেন’, ট্রোলের মোক্ষম জবাব দিলেন কিয়ারা

Last Updated:

Kiara Advani on Trolling: ২০২০ সালে ডাব্বু রাত্নানির একটি ফোটোশ্যুট তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় । সেখানে একটি বিরাট পাতার আড়ালে কিয়ারাকে দেখা যায় তাঁর অনাবৃত শরীর ঢেকে রাখতে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মুখে উপর সপাটে জবাব ছুড়ে দিলেন কিয়ারা আদবানি (Kiara Advani) । ট্রোলারদের কোনও ভাবেই পাত্তা দেন না তিনি, শুধু তাই নয়, ট্রোলিংয়ের যোগ্য জবাবও যে দিতে পারেন তা আরও একবার পরিষ্কার করে দিলেন ‘শেরশাহ’ (Shershaah) নায়িকা কিয়ারা ।
advertisement

আরবাজ খানের (Arbaaz Khan) টক শো ‘পিঞ্চ সিজন ২’ (Pinch Season 2)-তে সম্প্রতি হাজির হয়েছিলেন নায়িকা । সেখানেই একের পর এক বিস্ফোরণ ঘটান তিনি । তারকাদের জীবন নিয়ে মানুষের উৎসাহ কম নয় । তাঁদের সম্বন্ধে জানতে গিয়ে বেশিরভাগ সময়ই নেটিজেনরা ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন, নাক গলান, মন্তব্য করেন, ট্রোল করেন । যা একজন মানুষের পক্ষে সহ্য করা দূর্বিসহ হয়ে যায় । কিন্তু সেলিব্রিটিরা অভ্যস্ত হয়ে যান প্রতিনিয়ত এই সমস্যাকে সামলাতে সামলাতে ।

advertisement

কিয়ারা এ দিনের সাক্ষাৎকারে স্পষ্টই জানিয়ে দেন, তাঁর পক্ষে সকলকে খুশি করা সম্ভব নয় । তারকাদের সবকিছুকেই মানুষজন বিচার করতে শুরু করে দেন । তিনি যদি পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ না দেন, তা হলেই ধরে নেওয়া হবে তিনি অহংকারী । অথচ, সে সময় হয়তো তিনি তাড়াহুড়োতে ছিলেন ।

advertisement

তবে কিয়ারা চান না তাঁর পরিবারকে এই ট্রোলিংয়ের মধ্যে কেউ টেনে আনুক । তাঁর গায়ের চামড়া মোটা হয়ে গিয়েছে, তাই এ সব তাঁর গায়ে লাগে না । কিন্তু তিনি পরিবারকে এর মধ্যে জড়াতে চান না কোনও ভাবেই । তাঁর থেকে ছোট অনেক তুতো ভাইবোনরা আছে, তাঁরাও সোশ্যাল মিডিয়া করে । কিন্তু তিনি ভাইবোনদের জন্মদিনের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না । কিয়ারা চান না তাঁর জন্য পরিবারের কেউ ট্রোলড হোক ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০২০ সালে বিখ্যাত সেলিব্রিটি ফোটোগ্রাফার ডাব্বু রাত্নানির একটি ফোটোশ্যুট তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় । সেখানে একটি বিরাট পাতার আড়ালে কিয়ারাকে দেখা যায় তাঁর অনাবৃত শরীর ঢেকে রাখতে । এ নিয়ে বিতর্ক কম হয়নি । আরবাজ সেই সব ট্রোলিংয়ের কিছু মন্তব্য কিয়ারাকে পড়ে শোনান । একজন লিখেছেন, ‘২০২০ সালে এটাই একটা ভাল জিনিস হয়েছে’। যার উত্তরে কিয়ারা বলেন, ‘এটাকে আমি প্রশংসা হিসেবে নিলাম’। আর একজন লিখেছেন, ‘ছাগলে পাতাটা খেয়ে গেলে কী করতেন’ । উত্তরে কিয়ারা বলেন, ‘ইশশশশ’ । তবে পাশাপাশি তিনি এও বলেন, ‘আমি নিজেও জানিনা এটা মানুষজন কীভাবে নিয়েছেন! কিন্তু উনি ডাব্বু রত্নানি । এই ধারণাটা ডাব্বুর মাথাতেই আসতে পারে.. এটা খুব নান্দনিকভাবে শ্যুট করা হয়েছিল'।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kiara Advani: ‘ছাগলে পাতাটা খেয়ে নিলে কী করতেন’, ট্রোলের মোক্ষম জবাব দিলেন কিয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল