আগামী ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যেই ক্যাটরিনা ও ভিকি নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন (Katrina Kaif Vicky Kaushal wedding)। রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা-য় বসবে রাজকীয় বিয়ের আসর। রাজস্থানের রমথম্বোর জাতীয় উদ্যান থেকে ৩০ মিনিটের দূরত্ব এই রাজবাড়ির। বর কনে দুজনেই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরার কথা।
আরও পড়ুন- ইশক উইথ নুসরত! মদন মিত্র থেকে ঋতাভরী ভালোবাসার গল্প বলবেন সঞ্চালিকাকে
advertisement
সংবাদমাধ্যম বলিউড লাইফের একটি প্রতিবেদন অনুযায়ী, শ্যুটিং শিডিউলের কথা মাথায় রেখে ভিকি নাকি প্রথমে ২০২২-এর মে মাসে বিয়ে (Katrina Kaif Vicky Kaushal wedding) করতে চেয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে মোটেও রাজি হননি ক্যাটরিনা। তিনি চেয়েছিলেন এই বছরের ডিসেম্বরেই বিয়ে করতে। এক সূত্রের কথায়, "ক্যাটরিনার বিয়ে নিয়ে পরিকল্পনা ছিল প্রথম থেকেই। ও জানতো ও কেমন পোশাক পরবে, কেমন জায়গায় বিয়ে করবে। ও সব কিছু ভেবে রেখেছিল। আর যেহেতু বিয়ের ভেন্যু রাজস্থান। তাই মে মাসে বিয়ে করা সম্ভব না গ্রীষ্মের দাবদাহের জন্য।
সেই ঘনিষ্ঠ সূত্রের কথায়, "ক্যাটরিনা চাইতেন কোনও আউটডোর ভেন্যুতে বিয়ে করতে। সারা বিকেল ও সন্ধে জুড়ে বিয়ে হবে এমনটাই ইচ্ছে ছিল তাঁর। আর তাই বিয়ের জন্য ডিসেম্বর মাসটাই বেছে নিয়েছেন তাঁরা। রাজস্থানে সেই সময়ে জাঁকিয়ে ঠান্ডাও থাকবে আর সেটাই ক্যাটরিনার পছন্দ।"
প্রসঙ্গত, কাজের দিক থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে ক্যাটরিনার সূর্যবংশী। এবার কাজের জগৎ থেকে ছুটি নিয়েছেন অভিনেত্রী। এখন তিনি বিয়ের প্রস্তুতিতে মন দিয়েছেন। অন্যদিকে ভিকি কৌশল অভিনীত ছবি সর্দার উধম মুক্তি পেয়েছে কিছুদিন আগেই।