রণবীর ও আলিয়ার কাজ শুরুর ভিডিও শেয়ার করে করণ লিখেছেন, 'অবশেষে সেই দিনটা এল এবং আমার মাথায় একসঙ্গে একাধিক অনুভূতি কাজ করছে। যার সবচেয়ে উপরে কৃতজ্ঞতা। আমরা রকি অওর রানি কি প্রেম কাহানির প্রথম শিডিউল শুরু করলাম। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসা কাম্য।' ভিডিওতে রণবীর ও আলিয়ার লুকের প্রথম ঝলক দেখা গিয়েছে।
advertisement
আলিয়াকে শাড়ি পরে একেবারে সাধারণ লুকে দেখা গিয়েছে। অন্যদিকে, নিজের স্বমহিমায় রয়েছেন রণবীর সিং। ফ্যানেদের জন্য এই ভিডিও শেয়ার করে যেন উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিতে চেয়েছেন ছবির নির্মাতারা। এই ছবিতে রণবীর আলিয়ার সঙ্গে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমির মতো অভিনেতাদেরও। যদিও এদিনের ভিডিওতে তাঁদেরকে দেখা যায়নি। এর আগে রণবীর ও আলিয়াকে জোয়া আখতারের 'গলি বয়' ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল।
এই ছবিটি লিখেছেন ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়। ছবিটি ২০২২-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।