করোনার আক্রান্ত হন কনিকা কাপুর৷ একেবারে লকডাউনের শুরুর দিকে তিনি করোনা সংক্রমিত হন৷ এবং প্রথমদিকে করোনা আক্রান্ত হওয়ার ফলে তাঁর ওপর নজর যায় সকলের৷ সেই সময় তিনি বিদেশ থেকে ফেরেন৷ তবে বিদেশ যাত্রার কথা গোপন করেন কনিকা৷ এরপর তিনি বিশাল পার্টির আয়োজনও করেন৷ ফলে তাঁর পার্টিতে উপস্থিত বহু নামী ব্যক্তিও আইসোলেশনে চলে যান৷ বিদেশ থেকে এসে এভাবে তাঁর পার্টিতে উপস্থিতি অনেক সাধারণ মানুষই ভাল চোখে নেননি৷ অনেকে তাঁর বিরুদ্ধে আঙুল তোলেন করোনা সংক্রমণ ছড়িয়ে দেওয়ার জন্য৷ ফলে তাঁর গতিবিধির ওপর নজর রাখতে বা তিনি ঠিক কী করেছেন তা জানতে অনেকেই গুগুল সার্চ করে তাঁকে খুঁজতে থাকেন৷ এমনকী সেই সময় তাঁকে ও তাঁর সন্তানদের খুনের হুমকিও দেওয়া হয়৷ ফলে সেই সময় তিনি খুবই মর্মাহত ছিলেন৷ প্রতিদিনই তিনি হুমকির মধ্যে পড়তেন৷
advertisement
অনেকে আবার জানিয়েছিলেন যে গায়িকার কেরিয়ারও শেষ হয়ে গিয়েছে৷ এমন খারাপ মেসেজ তিনি পেয়েছিলেন সেই সময়৷ জানান কনিকা৷ তাঁর কথায়, কেউ ভাবতেন না যে আমি সিঙ্গল মাদার৷ অর্থাৎ একা সন্তানদের মানুষ করছি৷ অনেক পরিশ্রম করে বাচ্চাদের বড় করছি৷ আর করোনার ফলে আমি সন্তানদের থেকে দূরেও ছিলাম৷ কেউ আমার কষ্টটা বুঝত না৷ সবাই আমায় দোষারোপ করছিল৷
তবে আপাতত কনিকা সুস্থ৷ কিন্তু করোনা কালে তাঁকে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয় বলে জানিয়েছেন গায়িকা৷