বলিউডে ঠোঁট কাটা নায়িকাদের তালিকায় সবার প্রথমেই নাম আসে কঙ্গনা রানাওয়াতের ৷ তাঁর ‘ভোকাল’ হওয়ার কারণে, প্রথম থেকেই বলিউডের তাবড়দের চক্ষুশূল তিনি ৷ আর এ বার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হওয়ার পর থেকে কঙ্গনা যেভাবে এগিয়ে এসেছেন, তাতে শত্রুতা আরও বেড়েছে বলাই যায় । আগেও বারবার করণের টক-শো ‘কফি উইথ করণ’ নিয়ে বিরোধিতা করেছিলেন ‘ক্যুইন’ । সেখানে কী ভাবে নেপোটিজমের চাষ হয়, শুধু নেপো-কিডসদের তাঁর সিনেমায় সুযোগ করে দেন করণ... প্রভৃতি বিষয় নিয়ে গলার সুর চড়িয়েছেন তিনি । এতে কঙ্গনার ফলোয়ার সংখ্যা বাড়লেও, শত্রুর সংখ্যা কমেনি । সেটি টের পেয়েছেন কঙ্গনা রানাওয়াতও ৷
advertisement
কিছুদিন আগেই ট্যুইটারে তিনি লিখেছিলেন, ‘‘আমার বন্ধুদের জানাচ্ছি৷ আমার প্রতিবাদ করাটা অনেকেই ভাল চোখে দেখছেন না ৷ বিশেষ করে মুভি মাফিয়ারা ৷ আমি জানি এখানে আমার সময় শেষ হয়ে এসেছে ৷ যখন তখন আমার ট্যুইটার সাসপেন্ড হতে পারে ৷ তবুও আমি এই সময়টার সুযোগ নেব এবং প্রতিবাদ করে যাব !’’