সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল কাদের খানের একটি সাক্ষাৎকারের ভিডিও, যেখানে দীর্ঘ দিনের বন্ধু অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্কর সমীকরণ নিয়ে কথা বলতে শোনা গিয়েছে প্রয়াত অভনেতাকে
অমিতাভ বচ্চন তখনও বলিউডের শাহেনশা হয়ে ওঠেননি। সেই সময় থেকেই কাদের খানের সঙ্গে তাঁর বন্ধুত্ব। বরাবর অমিতাভ বচ্চনকে ‘অমিত’ বলেই ডাকতেন কাদের। আর এই ‘অমিত’ ডাকের জন্যই এক প্রযোজকের কাছে কথাও শুনতে হয়েছিল তাঁকে।
advertisement
ভিডিওতে কাদের খানকে বলতে শোনা গিয়েছে, ‘‘এক প্রযোজক আমাকে বলেন, স্যারজির সঙ্গে আপনার দেখা হয়েছে? আমি তখন বলি, কে স্যারজি? উনি বলেন, ওই যে লম্বা মতো লোকটা। গোটা ইন্ডাস্ট্রি তাঁকে স্যারজি বলেই ডাকে। আপনি ডাকেন না ?’’ কাদের খান কিছুটা অবাক হয়েই প্রযোজককে বলেন, ‘‘এ তো আমাদের অমিত। ও স্যারজি কবে থেকে হয়ে গেল? যাঁকে এত দিন ধরে অমিত বলে আসছি, তাঁকে স্যারজি বলাটা আমার পক্ষে সম্ভব নয়।’’ ভিডিওতে খানিকটা বিষাদের সুরেই কাদের বলেন, ‘বন্ধু’ অমিতাভ বচ্চনকে ‘স্যারজি’ বলতে পারেননি বলেই তাঁকে বেশ কিছু কাজ থেকেও বাদ দেওয়া হয়েছিল।
দেখুন সেই ভিডিও--
আরও পড়ুন-বিজেপিতে যোগ দিলেন ‘ওগো বধূ সুন্দরী’র মৌসুমী চট্টোপাধ্যায়