ভিডিওটি শেয়ার করে, জ্যাকলিন ক্যাপশনে লিখেছেন, কী ভাবে পুরো টিম রাজস্থানের প্রচণ্ড গরম মরুভূমিতে শ্যুট করেছিল। এর পর, তিনি তাঁর পুরো টিমকে ধন্যবাদ জানান, বিষয়টি এত সহজ এবং মজাদার করার জন্য। জ্যাকলিনের শেয়ার করা ভিডিওটিতে দেখা যায় তিনি হোটেলের রুমের বিছানার মধ্যে শুয়ে রয়েছেন, এর পর সেলিব্রিটি মেক-আপ আর্টিস্ট শান মুত্থাথিল (Shaan Muttathil) এসে তাঁকে ঘুম থেকে উঠিয়ে বলেন সে দিনের শ্যুটটি শেষ করার জন্য। এর পরের ফ্রেমে, দর্শকরা দেখতে পান অভিনেত্রী লেহঙ্গা-চোলি পরে সুন্দর ভাবে সেজে রয়েছেন। তার পরের শটটিতে জ্যাকলিন একটি নীল রঙের কাফতান ও রুপোলি জুয়েলারি পরে রয়েছেন। সেটে আসার পর, জ্যাকলিন একটি দারুন শট দেন ব়্যাপার বাদশাহর সঙ্গে। এই ভিডিওটিতে পানি পানি শ্যুটের সময়ের কিছু মজার দৃশ্যও দেখা যায়। আরও একটি দৃশ্যে দেখা যায় উত্তপ্ত থর মরুভূমিতে জ্যাকলিন তাঁর ছাতাটি শেয়ার করে নেন টিমের একজন সদস্যের সঙ্গে।
ফ্যানেরা এই সামার সং-টিকে বেশ পছন্দ করছেন, তাল মেলাচ্ছেন গানের বিটে। সারেগামা (Saregama) মিউজিক লেবেল-এ এই গানটি মুক্তি পেয়েছে। একই সঙ্গে নেটাগরিকরা ওইরকম গরম তাপমাত্রায় বাদশাহর জ্যাকট পরে শ্যুট করার বিষয়টিকেও প্রশংসা করেছেন।