লকডাউনের বাজারেও সোশ্যাল মিডিয়ায় জ্যাকলিনকে নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছিল। তবে সল্লুর বাগান বাড়িতে আটকেই জ্যাকলিন শুরু করলেন শরীরচর্চা। বাগানে গিয়ে করলেন যোগা। তাঁর এই ভিডিও ইনস্টাতে পোস্ট করেছেন অভিনেত্রী। লিখলেন, " বেবি জি আমার প্রিয় যোগা। এতে শরীরের রক্ত চলাচল ঠিক থাকে। সবাই বাড়িতে থাকুন শরীরকে সুস্থ রাখুন।
Location :
First Published :
April 16, 2020 8:35 PM IST