মায়ের ছবি শেয়ার করে বাবিল পোস্টে লিখেছেন, 'আমার একমাত্র, আমার একমাত্র। আমি এত মেজাজি, আমার বাজে লাগে। ও আমার জন্য রয়েছে, তুমি জানো? একমাত্র। কেউ আমাকে নিয়ে ভাবে না। সত্যিকারের, শুধু আমার মা ছাড়া। আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত আমি। আমাদের বইয়ের শেষ অধ্যায়ে স্বার্থপর ভাবে আমি তোমার খেয়াল রাখতে চাই।'
advertisement
কয়েক সপ্তাহ আগেও বাবিলের ইনস্টাগ্রামে দেখা গিয়েছিল সুতপাকে। বাবিল মায়ের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন, 'শুনছি'। একটি সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় দু'জনে মিলে বসেছিলেন একসঙ্গে। সেখানে ইরফান খানকে নিয়েই নানা আলোচনায় মেতে উঠেছিলেন তাঁরা। কয়েকদিন আগে ফিল্মফেয়ারের মঞ্চে পুরস্কার নিতে গিয়েছিলেন বাবিল। বাবার পুরস্কার নিয়েছিলেন তিনি। যাওয়ার আগে বাবার পোশাকে সেজেই গিয়েছিলেন ছেলে। পোশাক গুছিয়ে দিয়েছিলেন অবশ্যই সুতপা।
গত বছর ২৯ এপ্রিল প্রয়াত হন ইরফান খান। ২০১৮ সাল থেকে নিউরোএন্ডোক্রিন ক্যান্সারে ভুগছিলেন ইরফান। ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন ইরফান ও সুতপা। তাঁদের দুই ছেলে বাবিল ও অয়ন খান। কাজের দিক থেকে আর কিছুদিনের মধ্যেই অভিনয় জগতে পা রাখতে চলেছেন বাবিল খান। নেটফ্লিক্সে অনুষ্কা শর্মা প্রযোজনায় 'কালা' ছবিতে দেখা যাবে তাঁকে। বিপরীতে রয়েছেন তৃপ্তি দামরি।