একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে পবনদীপ রাজন বলেছেন, 'আমি ফাইনাল মুহূর্তের সময় খুব বেশি কিছু ভাবছিলাম না। আমি শুধু ভাবছিলাম যেই জিতুক না কেন, আমারই কোনও এক বন্ধুর কাছে যাবে সেই ট্রফি। কারণ, আমরা একটা বড় পরিবারের মতো। আসলে, ট্রফিটা জেতার পর আমার যে দারুণ লাগছিল তা নয়। কারণ ফাইনালে ওঠা ৬ জনই সমান দাবিদার ছিলেন। আমরা ভবিষ্যতে সবাই মিলে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করেছি। এবং শো-এর পরেও আমাদের সবার সঙ্গে যোগাযোগ থাকবে।'
advertisement
এরই সঙ্গে পবন আরও বলেছেন, 'হ্যাঁ, আমার পরিবার এখানে রয়েছে। আমার কয়েকজন বন্ধুও এসেছে এখানে এবং ওঁরা খুবই উচ্ছ্বসিত। আমি ট্রফিটা হাতে পাওয়ার পর মা কেঁদে ফেলেছিলেন।' তাঁর কথায়, 'ওই সময়টা কিছুই যেন বুঝে উঠতে পারছিলাম না। সবই কেমন স্বপ্ন মনে হচ্ছিল এবং সবাই আমাকে কাঁধে তুলে নাচানাচি করছিল। আমি শুধু ভাবছিলাম েয এটা কী ভাবে হল। জীবনে এভাবেই অনেক কিছু ঘটে যায় কিছু বুঝে ওঠার আগে।' ট্রফির পাশাপাশি, ২৫ লক্ষ টাকার চেক, একটি গাড়ি পুরস্কার পেয়েছেন পবন।
ইন্ডিয়ান আইডলের ১২ সিজনে পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালের পরেই রয়েছে মুম্বইয়ের সাইলি কাম্বলে। চতুর্থ হয়েছেন উত্তরপ্রদেশের মহম্মদ দানিশ। পঞ্চম স্থানে নিহাল টরো এবং ষষ্ঠ হয়েছেন সন্মুখপ্রিয়া। রবিবার ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বেশি সময় ধরে চলা ইন্ডিয়ান আইডল ১২-র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা থেকে নানা অনুষ্ঠান ও পারফর্মেন্সের মাধ্যমে রাত ১২টা পর্যন্ত চলেছে গ্র্যান্ড ফিনালে এভার-এর পর্ব।