TRENDING:

সঞ্জয় দত্ত-র বায়োপিক-এ সলমন খান-এর চরিত্রে 'পদ্মাবত' খ্যাত জিম সার্ভ

Last Updated:

শোনা যাচ্ছে, সঞ্জয় দত্তর বায়োপিক-এ তাঁর কাছের বন্ধু সলমন খান-এর চরিত্রে দেখা যাবে 'নীরজা', 'পদ্মাবত' খ্যাত অভিনেতা জিম সার্ভ-কে। ৯০-এর শেষের দিকে যেরকম লুক-এ দেখা যেত সলমনকে, তার সঙ্গে নাকী জিম-এর অনেক মিল রয়েছে। এমনটাই মনে করছেন, ছবির পরিচালক রাজকুমার হিরানী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# মুম্বই: শোনা যাচ্ছে, সঞ্জয় দত্তর বায়োপিক-এ তাঁর কাছের বন্ধু সলমন খান-এর চরিত্রে দেখা যাবে 'নীরজা', 'পদ্মাবত' খ্যাত অভিনেতা জিম সার্ভ-কে। ৯০-এর শেষের দিকে যেরকম লুক-এ দেখা যেত সলমনকে, তার সঙ্গে নাকী জিম-এর অনেক মিল রয়েছে। এমনটাই মনে করছেন, ছবির পরিচালক রাজকুমার হিরানী।
advertisement

গতবছর শুরু হয়েছিল বায়োপিক-এর শুটিং। সঞ্জু বাবার চরিত্রে রণবীর কাপুর। রয়েছেন দিয়া মির্জা, সোনম কাপুর, ভিকি কৌশলও।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

ছবির নাম এখনও ফাইনাল হয়নি। ট্রেলার মুক্তি পাবে এবছর ৮ মে। এই তারিখেই মুক্তি পেয়েছিল সঞ্জয়ের প্রথম ছবি 'রকি'।

বাংলা খবর/ খবর/বিনোদন/
সঞ্জয় দত্ত-র বায়োপিক-এ সলমন খান-এর চরিত্রে 'পদ্মাবত' খ্যাত জিম সার্ভ