TRENDING:

‘পদ্মাবতী’র ট্রেলার দেখে হতবাক বাহুবলি-র রাজা মৌলি !

Last Updated:

বাহুবলিকেও এবার অবাক করে দিলেন সঞ্জয়লীলা বনশালি ! পদ্মাবতী-র ট্রেলার দেখেই রীতিমতো হতবাক বাহুবলি মেকার এসএস রাজা মৌলি ৷ উচ্ছ্বসিত হয়ে ট্যুইটারে শেয়ার করলেন ট্রেলার দেখার অভিজ্ঞতা !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বাহুবলিকেও এবার অবাক করে দিলেন সঞ্জয়লীলা বনশালি ! পদ্মাবতী-র ট্রেলার দেখেই রীতিমতো হতবাক বাহুবলি মেকার এসএস রাজা মৌলি ৷ উচ্ছ্বসিত হয়ে ট্যুইটারে শেয়ার করলেন ট্রেলার দেখার অভিজ্ঞতা !
advertisement

ট্যুইটারে রাজা মৌলি লিখলেন, ‘খুবই সুন্দর ৷ দারুণ করে সাজানো প্রত্যেকটা ফ্রেম ৷ ফ্রেম দেখেই বোঝা যাচ্ছে ক্রাফ্টম্যানের হাতের জাদু !’

তোলপাড় বলিউড ৷ এর থেকে বেশি খরচা বহুল ছবি নাকি বলিউডে আগে হয়নি ৷ একে তো ইতিহাসের পাতা থেকে তুলে আনা রানি পদ্মাবতী গল্প, তার ওপর ‘বাজিরাও মস্তানি’-র ম্যাজিককে সঙ্গে নিয়ে ফের দীপিকা-রণবীর ম্যাজিক, আর অবশ্যই বনশালির সাজানো গোছানো ফ্রেম ৷ প্রকাশ্যে এল বনশালির ম্যাগনাম অপাস পদ্মাবতীর ট্রেলার !

advertisement

এক ট্রেলারেই গোটা লাইমলাইটটা কেড়ে নিলেন সঞ্জয়লীলা বনশালি ৷ আর অবশ্য বলিউডের আপাতত সবচেয়ে ট্যালেন্টেড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ রাজস্থানী ঘরনার পোশাক, গয়না পড়ে দীপিকা হয়ে উঠলেন রানি পদ্মাবতী ! ছবিতে আলাউদ্দিন খলজির চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে ৷ রাজা রতন সিংয়ের ভূমিকায় রয়েছেন শাহীদ কাপুর ৷

পদ্মাবতী নিয়ে বিতর্ক প্রথম থেকে লেগেই ছিল ৷ রাজস্থানে করনি সেনার পর বজরঙ্গ দলের বিক্ষোভের মুখে পড়েছিল সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মবতী’ ৷ বনশালির এই সিনেমায় ইতিহাস বিকৃত করার অভিযোগে আজমেরে বিক্ষোভ দেখিয়েছিলেন বজরঙ্গ দলের সমর্থকরা ৷ এই বিক্ষোভে সামিল হয়েছিল অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভাও ৷

advertisement

বাজিরাও মস্তানি’ সুপারহিট হওয়ার পর এখন সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ নিয়েও উৎসাহ অনেক বেশি সিনেমাপ্রেমীদের মধ্যে ৷ এই ছবির শ্যুটিং এখনও শেষ হয়নি ৷ কিন্তু তারমধ্যেই যা কাণ্ড ঘটল, তাতে স্বভাবতই চাপ বাড়ল প্রযোজক-পরিচালকের উপর ৷ শুক্রবার জয়পুরে পদ্মাবতীর শ্যুটিং সেটে ঢুকে সটান পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে চড় কষালেন কয়েকজন বিক্ষোভকারী ৷ পাশাপাশি সিনেমার সেটে ভাঙচুর চালানোর ছবিও প্রকাশিত হয়েছে ৷

advertisement

জয়পুরের জয়গড় কেল্লাতেই সিনেমার শ্যুটিং সেটে ধ্বংসলীলা চালায় একদল স্থানীয় জনতা ৷ তারা রাজপুত কার্নি সেনার সদস্য বলেই জানা গিয়েছিল ৷

পদ্মাবতী ছবিতে রানি পদ্মিনীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে ৷ রাজা রতন সিং শাহীদ কাপুর এবং আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিং-কে ৷ ছবিতে রাণী পদ্মিনী এবং আলাউদ্দিন খিলজির প্রেমের দৃশ্য নিয়েই আপত্তি দেখা দিয়েছিল ৷ ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে বলেই দাবি তুলেছিলেন বিক্ষোভকারীরা ৷ কারণ ইতিহাস বলছে রানি পদ্মিনীকে পেতে চিতোরগড় কেল্লায় যখন আলাউদ্দিন হামলা চালান তখন তাঁর সেনাকে আটকান রানি নিজেই ৷ মৃত্যু এবং পরে আলাউদ্দিন কেল্লা দখল করার আগেই বাকি মহিলাদের সঙ্গেই আত্মহত্যা করেন পদ্মিনী ৷ কিন্তু এই ছবিতে বেশ কিছু আপত্তিকর দৃশ্য রয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের ৷ ছবি থেকে দীপিকা ও রণবীরের প্রেমের দৃশ্যগুলি সব মুছে ফেলতে হবে ৷ এমনটাই দাবি করেছিল রাজপুত কার্নি সেনার সদস্যদের ৷ এদিনের ঘটনার পর আর ঝুঁকি না নিয়ে ওই এলাকায় শ্যুটিং বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘পদ্মাবতী’র ট্রেলার দেখে হতবাক বাহুবলি-র রাজা মৌলি !