TRENDING:

Bollywood Gossip: 'দিনরাত ঐশ্বর্যর সঙ্গে...'! হরভজনের মুখে বিবেক-এর নাম শুনতেই যা বললেন সলমন, মুহূর্তে বিরাট শোরগোল

Last Updated:

Bollywood Gossip: ওই এপিসোডে নিজেদের চরিত্রের মজাদার দিকটাও তুলে ধরেছিলেন তাঁরা। যদিও এই শোয়ের একটি মুহূর্তই যেন এটিকে আলাদা করে দিয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: একবার সলমন খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দশ কা দম’-এ হাজির হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি দুই তারকা হরভজন সিং এবং যুবরাজ সিং। ওই এপিসোডে নিজেদের চরিত্রের মজাদার দিকটাও তুলে ধরেছিলেন তাঁরা। যদিও এই শোয়ের একটি মুহূর্তই যেন এটিকে আলাদা করে দিয়েছিল। আসলে এই শোয়ে উঠে এসেছিল বলিউডের ইতিহাসের সবথেকে চর্চিত এক পর্ব — আর সেটি হল অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে সলমন খানের বিবাদের পর্ব।
News18
News18
advertisement

সলমন, হরভজন এবং যুবরাজ বেশ মজা করেই বাক্যালাপ সারছিলেন। তিন তারকার প্রতিটা কথাই উপভোগ করছিলেন দর্শকরাও। তারই মাঝে উঠে এসেছিল ইন্ডাস্ট্রির বহুল চর্চিত বিতর্কের পর্বটিও। আসলে সলমন খান নিজের ছবির কিছু মজাদার গল্প ভাগ করে নিচ্ছিলেন। সেই সময় তিনি হালকা মেজাজেই বলেন, “শ্যুটিংয়ের সময় আমি দৌড়চ্ছিলাম। তেমনই শট ছিল।” এদিকে হরভজন সিংও কম যান না। তিনিও মজাচ্ছলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বসেন, “কার পিছনে? বিবেক ওবেরয়?” ক্রিকেট তারকার এহেন প্রশ্ন শুনে রীতিমতো হাসিতে ফেটে পড়েন দর্শকাসনে থাকা সকলেই। তবে এর জবাবে সলমন যা বললেন, তা পুরোপুরি ভাবে প্রচারের আলো যেন ছিনিয়ে নিয়েছিল।

advertisement

আরও পড়ুন-আগামী ১০ দিন আরও ভয়ঙ্কর …! বুধের অস্তে চরম বিপদ ৪ রাশির, জলের মতো বেরিয়ে যাবে টাকা, সুখ-শান্তি ছারখার, কপাল পুড়বে কাদের?

মুখে দুষ্টু হাসি মেখে বলিউডের ভাইজান বলেন, “বিবেক ওবেরয়! ছেড়ে দিন ওঁকে। ওঁকে নিজের জীবনটা শান্তিতে বাঁচতে দিন নাহলে খামোখা ওঁর জীবনটা ছোট হয়ে যাবে।” অভিনেতার এহেন মন্তব্যে ফের হাসির রোল ওঠে দর্শকদের মধ্যে।

advertisement

আরও পড়ুন-আগামী ১০ দিন আরও ভয়ঙ্কর …! বুধের অস্তে চরম বিপদ ৪ রাশির, জলের মতো বেরিয়ে যাবে টাকা, সুখ-শান্তি ছারখার, কপাল পুড়বে কাদের?

আসলে ২০০০-এর প্রথম দিকে সলমন খান এবং বিবেক ওবেরয়ের বিবাদের কথা জনসমক্ষে চলে এসেছিল। মূলত এর কারণ ছিল অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সলমনের টালমাটাল প্রেমের সম্পর্ক। এদিকে সলমনের সঙ্গে প্রেম ভাঙার পর বিবেকের সঙ্গে ডেটিং শুরু করেছিলেন সুন্দরী অভিনেত্রী। ফলে রেগে গিয়েছিলেন সলমন। আর বিবেকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন তিনি। তবে বিবেক জনসমক্ষে সলমনের বিরুদ্ধে এ-ও অভিযোগ করেন যে, গভীর রাতে অভিনেতা হুমকি দিয়ে ফোন করতেন তাঁকে। এই ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রীতিমতো ঝড় উঠেছিল সংবাদমাধ্যমেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর এই ঘটনাটি ঘটেছিল একটি সাংবাদিক সম্মেলনে। আর বিবেকই এই অভিযোগগুলি সকলের সামনে আনার জন্য সেই সম্মেলনটি ডেকেছিলেন। এদিকে সলমনের কেরিয়ারে আসে প্রচুর উন্নতি। কিন্তু এই ঝগড়ার জেরে গভীর প্রভাব পড়ে বিবেকের কেরিয়ারে। বলিউডের বহু প্রযোজকই এই বিতর্কের জেরে বিবেকের থেকে দূরত্ব বাড়াতে শুরু করেন। যার ফলস্বরূপ, তাঁর কেরিয়ারে একপ্রকার ভরাডুবি হয়। আর অনেকে এই ভরাডুবির জন্য দায়ী করেন সলমনের সঙ্গে অভিনেতার বিবাদকেই।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: 'দিনরাত ঐশ্বর্যর সঙ্গে...'! হরভজনের মুখে বিবেক-এর নাম শুনতেই যা বললেন সলমন, মুহূর্তে বিরাট শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল