TRENDING:

Bollywood Gossip: মুখ থুবড়ে পড়েছে ‘বেবি জন’; মুষড়ে পড়েছেন বরুণ ধওয়ান? জানালেন রাজপাল যাদব

Last Updated:

আসলে ‘বেবি জন’ ছবিতে ডিসিপি সত্য ভার্মার চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধওয়ান। আর তাঁর সহকারী কনস্টেবল রাম সেবকের ভূমিকায় দেখা যাবে রাজপাল যাদবকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সাম্প্রতিক সময়ে মুক্তি পেয়েছে বরুণ ধওয়ানের ‘বেবি জন’। তবে সাফল্যের মুখ দেখতে পারেনি এই ছবিটি। আর এর ব্যর্থতার জেরে কি ডিপ্রেশনে চলে গিয়েছেন বরুণ? সেই বিষয়েই মুখ খুললেন তাঁর সহ-অভিনেতা রাজপাল যাদব।
মুষরে পড়লেন বরুণ ধাওয়ান!
মুষরে পড়লেন বরুণ ধাওয়ান!
advertisement

আসলে ‘বেবি জন’ ছবিতে ডিসিপি সত্য ভার্মার চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধওয়ান। আর তাঁর সহকারী কনস্টেবল রাম সেবকের ভূমিকায় দেখা যাবে রাজপাল যাদবকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজপাল এই ছবির মুখ থুবড়ে পড়া নিয়ে মুখ খুলেছেন। সেই সঙ্গে তিনি দাবি করেছেন যে, আসল তামিল ছবি ‘থেরি’ যদি মানুষ আগে না দেখতেন, তাহলে হয়তো ছবিটা ভাল চলত।

advertisement

‘বলিউড বাবল’-এর কাছে তিনি বলেন যে, “এটা যদি রিমেক না হত, তাহলে এটাই আমার ২৫ বছরের কেরিয়ারের সবথেকে দুর্দান্ত ছবি হতে পারত। কিন্তু যেহেতু বিজয় এটা করেছেন, দর্শকরা সেটা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। কারণ এটা একটা রিমেক। এটাই বক্স অফিসে এই ফিল্মটির উপর প্রভাব ফেলেছে।”

‘বেবি জন’ ছবির ব্যর্থতায় বরুণ কি দুঃখ পেয়েছেন? এই প্রশ্নের উত্তরে রাজপাল যাদব জানান, “বরুণ খুবই মিষ্টি ছেলে। প্রচুর পরিশ্রমও করেন। ও তো সব সময় আলাদা কিছু করার চেষ্টা করে। সেই প্রয়াসের সব সময় প্রশংসা করা উচিত, কারণ ঝুঁকি নেওয়া একটা বিরাট বড় বিষয়।”

advertisement

গত বছর অর্থাৎ ২০২৪ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘বেবি জন’। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি এবং জ্যাকি শ্রফকে। ইনস্পেক্টর সত্য ভার্মা ওরফে বেবি জনকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প। সত্য ভার্মার ভূমিকাতেই রয়েছেন বরুণ ধওয়ান।

কন্যা খুশি এবং পুরনো বন্ধু রাম সেবককে নিয়ে শান্তিতে জীবনযাপন করেন তিনি। যদিও অতীতের কিছু গোপন কথা তাঁর জীবনে ঝড় তুলে দেয়। যার জেরে বাবর শেরের সঙ্গে এক দুর্ধর্ষ লড়াইয়ে নামতে হয় তাঁকে। এই বাবর শেরের ভূমিকায় দেখা গিয়এছে জ্যাকি শ্রফকে।

advertisement

তবে সমালোচক এবং ভক্তদের থেকে নেতিবাচক রিভিউ পেয়েছে ছবিটি। News18 Showsha-র রিভিউয়ের একটি জায়গায় বলা হয়েছে যে, “চিত্রনাট্য লেখা এবং পরিচালনাতেই খামতি রয়ে গিয়েছে। ছবির প্লট যেন টেনেটুনে বাড়ানো হয়েছে৷ প্রথম অংশটা অত্যন্ত ধীর গতিতে এগিয়েছে। অনেকটা অক্ষয় কুমারের রাউডি রাঠোরের মতো মনে হয়েছে। তবে ছবির দ্বিতীয় অংশটা যেন দ্রুত গতিতে এগিয়েছে। তবে শেষে কী হবে? সেটা বোঝাই যাচ্ছিল। সাসপেন্স এবং মৌলিকতার ঘাটতি ছিল।”

advertisement

Keywords:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Written by: Upasana

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: মুখ থুবড়ে পড়েছে ‘বেবি জন’; মুষড়ে পড়েছেন বরুণ ধওয়ান? জানালেন রাজপাল যাদব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল