TRENDING:

Bollywood News: এক সময় করণ জোহরের অফিসে ফোন করে জুটেছিল ‘বহিরাগত’ তকমা... আজ তিনি বলিউড কাঁপাচ্ছেন

Last Updated:

কিন্তু অনেকেই হয়তো জানেন না, বলিউডে পা রাখার জন্য কোনও ভাবে করণ জোহরের ল্যান্ডলাইন নম্বর জোগাড় করেছিলেন আয়ুষ্মান। কিন্তু সবটা তো আর প্ল্যানমাফিক হয় না!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বি-টাউনে আয়ুষ্মান খুরানার সফর খুবই চমকপ্রদ। রেডিও জকি থেকে তাঁর সফরের সূচনা। এরপর তিনি সেখান থেকে ভিডিও জকি হয়েছিলেন। ২০১২ সালে ‘ভিকি ডোনার’ ছবির হাত ধরে তাঁর অভিনয়ের দুনিয়ায় আসা। কিন্তু অনেকেই হয়তো জানেন না, বলিউডে পা রাখার জন্য কোনও ভাবে করণ জোহরের ল্যান্ডলাইন নম্বর জোগাড় করেছিলেন আয়ুষ্মান। কিন্তু সবটা তো আর প্ল্যানমাফিক হয় না! আয়ুষ্মানের ক্ষেত্রেও বিষয়টা ঠিক এমনই ছিল। তিনি যখন করণ জোহরের অফিসে কল করেন, তখন তাঁর মুখের উপর বলা হয়, তারা বহিরাগত-দের অডিশন নেয় না।
advertisement

বলিউডে স্বজনপোষণ বিতর্ক আছড়ে পড়ার বহু আগেই ‘কফি উইথ করণ’ সিজন ৬-এ এই কথা প্রকাশ্যে এনেছিলেন আয়ুষ্মান। ২০০৭ সালে রেডিও জকি হিসেবে করণের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। এমনকী করণের দফতর থেকে এহেন প্রত্যাখ্যান জোটার পর বলিউডকে বহিরাগত-র চোখেই দেখতেন তিনি। আর আজ আয়ুষ্মান নিজেই বলিউডের প্রথম সারিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন।

advertisement

 আরও পড়ুন: সব অপেক্ষার অবসান… নতুন বছরে নতুন পথচলা শুরু করবেন দেব-রুক্মিণী জুটি, সামনে এল ‘তারিখ’

আয়ুষ্মান ‘কফি উইথ করণ’-এর ওই সিজনে বলেছিলেন যে, “আপনিই আমাকে ল্যান্ডলাইন নম্বর দিয়েছিলেন। এরপরের দিন সকালেই আমি কল করি। আর করণ জোহরের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করি। উল্টো দিক থেকে বলা হয়, ‘আমরা বহিরাগত এবং নবাগতদের অডিশন করি না’। এরকমই কিছু একটা বলা হয়েছিল।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এদিকে নিরঞ্জন আইয়েঙ্গারের সঙ্গে এক আলাপচারিতায় এক মজার ঘটনা ভাগ করে নিয়েছিলেন ‘ভিকি ডোনার’ অভিনেতা। বলেছিলেন যে, “আমার মনে আছে, আমি একটা টিভি অ্যাওয়ার্ড শোয়ে একটি রেডিও শো সঞ্চালনা করছিলাম। একটা সেগমেন্ট আমি করছিলাম, সেটা হচ্ছিল একটি রেডিও বুথে। সমস্ত অভিনেতারা বুথে আসছিলেন, আর আমি তা রেকর্ড করছিলাম। যা সারা দেশেই লাইভ চলছিল। ওই সময় করণের ইন্টারভিউ করি। আমি বলেছিলাম, স্যার আমি অভিনেতা হতে চাই, আপনার নম্বরটা চাই। তিনি ধর্মা প্রোডাকশনস-এর ল্যান্ডলাইন নম্বর দিয়েছিলেন। এর পরের দিন তাতে কল করে বলি, ‘আমি আয়ুষ্মান খুরানা। আমি রেডিও প্রেজেন্টার। আমি অভিনেতা হতে চাই। আমি কখন অডিশন করতে পারি?’ তারা জানিয়েছিল, ‘আমরা শুধু তারকাদের সঙ্গেই কাজ করি’।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood News: এক সময় করণ জোহরের অফিসে ফোন করে জুটেছিল ‘বহিরাগত’ তকমা... আজ তিনি বলিউড কাঁপাচ্ছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল