বিগ বি লিখছেন, 'গির-এর বাসিন্দারা লাঠি দিয়ে সিংহ তাড়ায়৷ এটা সত্যি৷ আমি নিজে চোখে দেখেছি৷ গুজরাত ট্যুরিজম-এর শ্যুটিংয়ের সময় গিরে একটা জায়গায় দেখেছিলাম, কয়েকটি সিংহ জল খাচ্ছে৷ আমাদের গাড়ি দেখেই পালায়৷ আমরা অনেক চেষ্টা করেও ভিডিও করতে পারিনি সিংহগুলির৷ গ্রামবাসীরা দিব্য জিপ থেকে নেমে লাঠি নিয়ে ওই সিংহগুলিকে তাড়িয়ে ফের জল খাওয়ার ওই জায়গাটায় নিয়ে চলে এল৷ আমরা অবাক! মনে হল যেন গবাদি পশুকে নিয়ে এল৷ আমরা জিগ্গেস করতে ওঁরা বললেন, কয়েক পুরুষ ধরেই তাঁরা এই কাজটি করছেন৷'
advertisement
https://www.facebook.com/AmitabhBachchan/posts/3577866772247086
অমিতাভ বচ্চনের শেয়ার করা ওই ভিডিওটি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ভিডিওটি দেড় হাজারের বেশি মানুষ শেয়ার করেছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 01, 2020 12:39 PM IST