সম্প্রতি মুক্তি পেয়েছে ঐশ্বর্য অভিনীত ‘ফন্নে খান’ ছবির একটি গান ৷
সুনীধি চৌহানের গাওয়া সেই ‘মহব্বত’ গানেই দর্শকদের চোখ পর্দায় আটকে দিয়েছেন যিনি তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড ওনলি বেবি সিংহ থুড়ি ৬ বছরের মেয়ের মা ঐশ্বর্য রাই বচ্চন ৷ গান, নাচ সবটাতেই যেন চোখে ৫০০ ওয়াটের আলোর ঝলক দেবে ৷ সুতরাং কিছু না ভেবেও বলে দেওয়া যায় এন্ট্রিতেই তাক লাগাবেন নায়িকা ৷ ফ্র্যাঙ্ক গেটসন জুনিয়র গানটির কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন ৷
advertisement
আরও পড়ুন: কানাডার রাস্তায় ক্যাটরিনা কাইফকে হেনস্থা !
অতুল মাঞ্জেকরের ‘ফন্নে খান’-এ ঐশ্বর্য ছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিল কাপুর, দিব্যা দত্ত, রামকুমার রাও ৷ ‘হামারা দিল আপকে পাস হ্যয়’ আর ‘তাল’-এর ১৭ বছর পর আবার পর্দায় একসঙ্গে দেখা যাবে ঐশ্বর্য-অনিল জুটি ৷ ৩ অগস্ট মুক্তি পাবে এই ছবি ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2018 9:33 AM IST