TRENDING:

বলিউডের প্রথম মহিলা শেফকে নিয়ে হাজির হচ্ছে ‘কেকওয়াক’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শিল্পা সেন ৷ এক সাধারণ বাঙালি মহিলা ৷ যিনি একাধারে শেফ আবার অন্যদিকে তাঁর সংসার রয়েছে ৷ তাঁর জীবনের সেই জার্নিটা ঠিক কেমন ? অসাধারণ মোড়কে সেই কাহিনিই উপহার দিতে চলেছেন অভিনেত্রী এষা দেওল তখতানি ৷ বহুদিন পর তাঁর কামব্যাক পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘কেকওয়াক’-এর হাত ধরে ৷ ছবিটির যৌথ পরিচালক অভ্র চক্রবর্তী ৷
advertisement

আগামী ১৭ ফেব্রুয়ারি কালার্সের রিস্তে সিনেপ্লেক্সে এই শর্টফিল্মটির প্রিমিয়ার হতে চলেছে ৷ এই ছবিতে কাজ করা নিয়ে এর আগে এষা বলেছিলেন,  “এই প্রজন্মের একজন নারীর ব্যক্তিগত ও পেশাদার জীবনের ছবি ফুটে উঠেছে ‘কেকওয়াক’-এ। যখন রামকমল আমার মায়ের বায়োগ্রাফি লেখার জন্য আমার সাক্ষাৎকার নিয়েছিল তখন হঠাৎ করেই উনি ছবির আইডিয়াটা ভাবেন। রামকমল চেয়েছিলেন চরিত্রটা আমি করি।’’ আর জানা যাচ্ছে, বলিউডে এর আগে কোনও ছবিতে মহিলা শেফ হিসেবে দেখা যায়নি ৷ এটাই প্রথম ৷

advertisement

পরিচালক রামকমল মুখোপাধ্যায় বলেন, ‘‘আমি সব সময়ই গল্প বলতে চাই ৷ বছর দুয়েক আগে যখন আমার একটি ফিক্শন ‘লং আইল্যান্ড আইসড টি’প্রকাশিত হয়েছিল ৷ তখন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই বলেছিলেন এটি নিয়ে সিরিজ বানাতে ৷ আর তখনই আমার মাথায় শর্টফিল্ম বানানোর ভাবনাটা এসেছিল ৷ যদিও কেকওয়াকের গল্পটি আমার সেই বইটির অংশ ছিল না ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২৭ মিনিটের এই ছবিতে এষা দেওল তখতানিকে একজন শেফের ভূমিকায় দেখা যাবে ৷ একই সঙ্গে ‘কেকওয়াক’-এ দেখা যাবে তরণ মালহোত্রা এবং অনিন্দিতা বসুকেও ৷ ছবির প্রযোজক দীনেশ গুপ্ত, শৈলেন্দ্র কুমার এবং অরিত্র দাস ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডের প্রথম মহিলা শেফকে নিয়ে হাজির হচ্ছে ‘কেকওয়াক’