TRENDING:

Salman Khan: শুধু সলমন-ক্যাটরিনা নয়! 'টাইগার ৩'-তে নতুন চমক আনছেন ইমরান হাশমি

Last Updated:

সলমনের মতো এক গোয়েন্দা এজেন্টের চরিত্রে দেখা যাবে ইমরানকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সলমন খান (Salman Khan) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত ‘টাইগার ৩’ (Tiger 3) নিয়ে রীতিমতো শোরগল পড়ে গিয়েছে বলিউডে। শ্যুটিং শুরুর সময় থেকেই সকলের চোখ ছিল এই ছবির কাস্টিং-এর দিকে।এবারে ছবিতে আরও বড়ো চমক আনছে টিম টাইগার ৩। ছবিতে সলমন খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে থাকছেন ইমরান হাসমিও (Emraan Hashmi)। সলমনের মতো এক গোয়েন্দা এজেন্টের চরিত্রে দেখা যাবে ইমরানকে।
advertisement

সম্প্রতি এক তথ্য থেকে জানা গিয়েছে, এই ছবিতে ইমরান আইএসাই (ISI) এজেন্টের ভূমিকায় থাকছেন। টাইগার (Ek Tha Tiger) ছবিতে সলমন আর ক্যাটের সেই হিরোয়িক এন্ট্রি মনে আছে তো? এই ছবিতে ইমরানকেও দেখা যাবে তেমনি এক এন্ট্রি নিতে।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, সিনেমায় এমরানের অ্যাকশন-প্যাক এন্ট্রির দৃশ্যকে স্মরনীয় করে রাখতে যশ রাজ ফিল্ম (Yash Raj Flim) প্রায় ১০ কোটি টাকা খরচ করার পরিকল্পনা নিয়েছে। সামনের কয়েক মাসের মধ্যেই ছবির এই দৃশ্যের শ্যুটিং শুরু হওয়ার কথা।

advertisement

সলমনের বেশিরভাগ ছবিতে অভিনেতাদের এন্ট্রির সিনে কোনও না কোনও চমক থাকবেই। এক থা টাইগারে বা টাইগার জিন্দা হ্যায় (Tiger Zinda Hai) ছবিতে সলমনের আইকনিক এন্ট্রি সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয়। একইভাবে ছবিতে জোয়া চরিত্রের জন্য ক্যাটরিনাও বেশ জোরালোভাবে পর্দায় উপস্থিত হয়েছিলেন।

এবারের টাইগার ৩-তে আগের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া হয়েছে। টিম মেম্বাররা এই ছবিতেও সলমনের জন্য আলাদাভাবে এক এন্ট্রি সিন রেখেছেন। মনীষ, আদি ও টিমের অন্যান্য সদস্যরা ছবিতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাকশন দৃশ্যের ডিজাইন করেছেন। সিনেমায় এমরানের অ্যাকশন-প্যাক এন্ট্রির দৃশ্যকে স্মরনীয় করে রাখতে প্রায় ১০ কোটি টাকা খরচ করার পরিকল্পনা করা হয়েছে।

advertisement

ছবিতে ইমরানকে দেখা যাবে পাকিস্থানী এজেন্ট হিসেবে টাইগারের (সলমনের চরিত্রের নাম) বিপরীতে অভিনয় করতে। দর্শকের কাছে ইতিমধ্যেই টাইগার পরিচিত মুখ, তাই ইমরানের জন্য আলাদাভাবে এন্ট্রির সিন শ্যুট করার কথা ভাবা হয়েছে। খুব শীগ্রই ছবিতে দু’জন টাইগারকে মুখোমুখি লড়াই করতে দেখা যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সলমন এবং ক্যাটরিনা তে শ্যুট শুরু করে দিয়েছেন। ইমরানও খুব তাড়াতাড়ি তাদের সঙ্গে যোগ দেবেন এমনই খবর পাওয়া গিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: শুধু সলমন-ক্যাটরিনা নয়! 'টাইগার ৩'-তে নতুন চমক আনছেন ইমরান হাশমি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল