কিন্তু এর পিছনের কারণটি যাঁদের জানা নেই, তাঁদের বলে রাখি কিছুদিন আগেই একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দিশা ৷ আর সেই কারণেই মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন তিনি ৷ তবে, তাঁকে ধারাবাহিকে ফেরাতে মরিয়া ‘তারক মেহতা কা উল্টা চশমা’র প্রজোযকরা ৷ তবে ‘ডিএনএ’-এর একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, দিশা জানিয়ে দিয়েছেন যে, যদি তাঁর শর্তগুলো প্রযোজকরা মেনে নিলে, তবেই তিনি ধারাবাহিকে ফিরবেন ৷
advertisement
তবে, তাঁর সেই শর্ত কী ? একটি সূত্র থেকে জানা গিয়েছে, আগে এক একটি এপিসোডে অভিনয় করার জন্য দিশা পেতেন ১ লক্ষ ২৫ হাজার টাকা ৷ কিন্তু তিনি তাঁর পারিশ্রমিক একটু বাড়াতে চাইছেন ৷ ধারাবাহিকে ফিরে আসার জন্য তিনি এপিসোড পিছু দেড় লক্ষ টাকা করে পারিশ্রমিক চাইছেন ৷
Location :
First Published :
September 23, 2018 8:37 PM IST